Viral Video: চলন্ত ট্রেনে স্টান্টবাজি,মূহুর্ত্তের মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: হিরোগিরি দেখানোর জন্য স্টান্টবাজি করতে গিয়ে ঘটে গেছে বীভৎস দুর্ঘটনা। এরকমই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল(Viral Video) হয়েছে। আর ওই ভাইরাল হওয়া ভিডিও (Viral Video) থেকে যা দেখা যাচ্ছে, তা আরো মারাত্মক। সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্ম এক্স হ্যান্ডেলে ১৪ ই জুলাই এই ভিডিওটি পোস্ট করা হয়। এক তরুণ এই ভিডিওটি X Handle এ পোস্ট করেন।

আর তারপরই ভিডিওটি ভাইরাল(Viral Video) হয়ে যায় মুহূর্তের মধ্যে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রেল স্টেশনে চলন্ত ট্রেনের(moving train) দরজায় ঝুলে এক তরুণ প্ল‍্যাটফর্মে একটি পা দিয়ে স্কেটিং করছেন। ট্রেন দ্রুতগতিতে চলছে, আর তার সঙ্গে ট্রেনে দরজায় ঝুলতে থাকা ঐ তরুণ স্কেটিং করতে করতে চলেছেন। এই ঘটনার খবর পৌঁছতেই রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ পদক্ষেপ করতে শুরু করে।

ঘটনাটি মহারাষ্ট্রের সেওড়ি স্টেশনের ঘটনা। ওই তরুণের নাম ফরহাদ আজাম শেখ। তার বাড়ি সেন্ট্রাল মুম্বইয়ের আন্টিলটপ এলাকায়। এই ঘটনার খোঁজ আরপিএফ এর ওয়াডালা ইউনিটের তরফে শুরু করা হয়। একটি মামলা দায়ের করা হয়। তারপরেই ওই তরুণকে খুঁজতে গিয়ে আরপিএফ যা দেখে তা আরো বীভৎস। তরুণের খোঁজ করতে গিয়ে দেখা যায়, তার একটি পা আরেকটি হাত নেই। জানতে পারা গিয়েছে, ৭ই মার্চ সেওড়া স্টেশনে ওই তরুণ ওই স্টান্টবাজি করার সময় তার এক বন্ধু ওই ঘটনার ভিডিও করে। আর তারপরেই ১৪ই এপ্রিল ফের ওই তরুণ মসজিদ স্টেশনে একই রকমের স্টান্টবাজি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুনঃ গুণধর শিক্ষিকার কীর্তি ভাইরাল! ভিডিও দেখে ধিক্কার সর্বত্র

আর তাতেই তার একটি হাত এবং একটি পা কেটে বাদ দিতে হয়। আর এই বীভৎস ঘটনা ঘটে যাওয়ার পরেই আরপিএফ এর তরফে প্রত্যেককেই এই ধরনের স্টান্টবাজি করা থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। ১৪ ই জুলাই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর থেকেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শুধুমাত্র স্টান্ট দেখাতে গিয়েই ওই তরুণের জীবনে ঘটে গেল নিদারুণ বীভৎস ঘটনা।
https://twitter.com/Central_Railway/status/1816900693862809769?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1816900693862809769%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F