ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এবার তফসিলি জাতি – উপজাতিদের(ST/SC) মধ্যেও শ্রেণি বিভাজনে সম্মত হল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের পিছিয়ে পড়া শ্রেণি যেন চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পায় সেই জন্য এই পদক্ষেপ।
প্রসঙ্গত, ২০০৪ সালে অন্ধ্রপ্রদেশ সরকারের একটি মামলায় পাঁচ বিচারপতির বেঞ্চ তফসিলি জাতি – উপজাতির(ST/SC)মধ্যে শ্রেণি বিভাজনের বিরুদ্ধাচরণ করে। সেইসময় মামলাটি শীর্ষ আদালতে গেলে প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, সাব ক্লাসিফিকেশন এবং সাব ক্যাটাগরিজেশনের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে তফসিলি জাতি – উপজাতির(ST/SC) মধ্যে শ্রেণি বিভাজন হওয়া উচিত।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী পুজো অনুদান বাড়াতেই মামলা হাইকোর্টে, এদিকে ধুমধাম করে পুজো প্রস্তুতি বিজেপির
এদিন সুপ্রিম কোর্টের(Supreme Court)প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শ্রেণি বিভাজনের পক্ষেই রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি সহ সাত সদস্যের বেঞ্চ এই রায়ে সম্মতি জানায়। তবে বিচারপতি বেলা ত্রিবেদী এই রায়ের বিরোধিতা করেন।