আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য। এই ঘটনার পর প্রথম দিন থেকে আন্দোলনে সামনের সারিতে ছিল সিপিএম এবং তাদের বাম এবং যুব সংগঠন। এমনকি আর জি কর হাসপাতালের সামনে টানা অবস্থান কর্মসূচি করা হয় DYFI-এর তরফে। এবার সিপিএম ঘোষণা করল রাত দখলের কর্মসূচিতে গিয়ে যাদের পুলিশি হেনস্তার মুখোমুখি হতে হচ্ছে তাদের আইনি সাহায্য দেওয়া হবে দলের তরফে। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরও পড়ুনঃ সাবধান! পুজোয় দার্জিলিং যাচ্ছেন? গরমে নাজেহাল শৈলশহর
জানা গেছে, সম্প্রতি রাত দখলের কর্মসূচিতে অংশ নেওয়ায় পুলিশের পক্ষ থেকে বহু প্রতিবাদীকে নোটিশ পাঠানো হয়েছে। সোমবার এই বিষয়ে সেলিম বলেন, ‘ বহু জায়গায় মহিলা প্রতিবাদীদের কোন কারণ ছাড়া নোটিশ পাঠানো হচ্ছে। আমরা এর জবাবে মহিলা আইনজীবীদের টিম গঠন করছি। কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের নম্বর শেয়ার করা হবে। প্রতিবাদীরা তাদের সঙ্গে আইনি পরামর্শ করতে পারবেন। প্রয়োজনে তাদের সঙ্গে নিয়ে প্রতিবাদীরা পুলিশের কাছে যেতে পারেন। ‘
এদিকে আর জি কর কাণ্ডের বিচার চেয়ে শ্যামবাজারে এখনও অবস্থান চালাচ্ছে সিপিএমের ছাত্র -যুব এবং মহিলা সংগঠন। আগামী ২৬ তারিখ শ্যামবাজারে কেন্দ্রীয় সমাবেশ ডেকেছে তারা। সূত্রের খবর ওইদিন শেষ হতে পারে সমাবেশ।