Rail Recruitment 2024: রেলে প্রায় ৮ হাজার চাকরি, নিয়োগের বিজ্ঞপ্তি জারি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রেলে হবে নিয়োগ (Rail Recruitment 2024)! প্রায় ৮ হাজার বিভিন্ন পদে নিয়োগ করবে ভারতীয় রেল (Rail Recruitment 2024)। সেই মর্মে শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। ২৯ অগস্টের মধ্যে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করা যাবে।

মোট শূন্যপদ- ৭ হাজার ৯৫১টি
কেমিক্যাল সুপারভাইজার/রিসার্চ এবং মেটালার্জিকাল সুপারভাইজার/রিসার্চ- ১৭টি
জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিন্টেনডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিকাল অ্যাসিস্ট্যান্ট- ৭৯৩৪টি

আবেদনের সময়সীমা- ৩০ জুলাই থেকে ২৯ আগস্ট, ২০২৪

বেতন-
কেমিক্যাল সুপারভাইজার / রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার / রিসার্চ পদে বেতন ৪৪ হাজার ৯০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ৩৫,৪০০ টাকা।

বয়স- সাধারণ প্রার্থীদের ১৮ বছর থেকে ৩৬ বছর। বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

আবেদন ফি- সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা। ৪০০ টাকা ফেরতযোগ্য৷ এসসি, এসটি, প্রাক্তন সৈনিক, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্গত প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। তাঁদের ক্ষেত্রে পুরো আবেদন ফি ফেরতযোগ্য।

আবেদনের উপায়- রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন