Train Accident: ফের রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বাই এক্সপ্রেস বেলাইন

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ফের রেল দুর্ঘটনা (Train Accident)! দুর্ঘটনার কবলে (Train Accident) হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনটির অন্তত ১৮টি কামরা বেলাইন হয়েছে। আপাতত ২ জনের মৃত্যুর খবর মিলেছে।

দুর্ঘটনা কিভাবে ও কেন ঘটেছে এখনও তা স্পষ্ট নয়। ঐ খানেই একটি মালগাড়িরও বেলাইন হওয়ার খবর মিলেছে। যদিও হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনায় সেই ঘটনা সংযুক্ত কিনা জানা যায়নি। সংবাদসংস্থা সূত্রে আপাতত ২ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত ২০ জনেরও বেশি। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে। রেলের তরফে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম।

দুর্ঘটনার পরে দক্ষিণ পূর্ব রেল একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করেছে। হাওড়া স্টেশনের জন্য ৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১৭, টাটানগর স্টেশনের জন্য ০৬৫৭২২৯০৩২৪, চক্রধরপুর স্টেশনের জন্য ০৬৫৮৭ ২৩৮০৭২, রৌরকেলা স্টেশনের জন্য ০৬৬১২৫০১০৭২ ও ০৩৩২৬৩৮২২১৭ এবং রাঁচি স্টেশনের জন্য ০৬৫১২৭৮৭১১৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

সেই সঙ্গে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। ১২০২১/১২০২২ হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দি এক্সপ্রেস, ২২৮৬১ হাওড়া-কাঁটাবাজি ইস্পাত এক্সপ্রেস, ২২৮৬১ হাওড়া-কাটপাদি এক্সপ্রেস, ০৮০১৫/১৮০১৯ খড়গপুর-ধানবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে।