বিক্রম ব্যানার্জী: জামা মসজিদ বিতর্কে উত্তপ্ত উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সম্ভল। মুঘল আমলের এই মসজিদের সমীক্ষা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। এবার সেই জায়গা পরিদর্শনে যাওয়ার পথে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও বোন প্রিয়াঙ্কাকে আটকে দিল উত্তর প্রদেশ পুলিশ। বুধবার গাজিপুর সীমানায় আসতেই থেমে গেল রাহুল-প্রিয়াঙ্কার গাড়ির চাকা।
মুঘল সম্রাট বাবর হরিহর মন্দির ভেঙে সম্ভলে মসজিদ নির্মাণ করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের মসজিদে গিয়ে বিশেষ সমীক্ষা চালানোর নির্দেশ দেয় আদালত। আর এরপরই মসজিদের সমীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের দ্বিপাক্ষিক সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সম্ভল। এই ভয়াবহ হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছিল।
উত্তপ্ত সম্ভলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর যাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল কংগ্রেস। সেই মত বুধবার সকালে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হন রাহুল-প্রিয়াঙ্কা। তবে গাজিপুর সীমানার কাছে পৌঁছাতেই তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় উত্তর প্রদেশ পুলিশ। রাহুলের সম্ভল সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল এলাকা।
জানা গিয়েছে, মঙ্গলবারই সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধনগরের পুলিশ কমিশনারসহ আমরোহা এবং বুলন্দ শহরের পুলিশ সুপারকে চিঠি লিখেছিলেন। চিঠিতে ওই জেলাশাসক লেখেন, উত্তরপ্রদেশের গাজিপুর সীমানাতেই যেন রাহুল গান্ধীর গাড়ি আটকে দেওয়া হয়। রাহুল ও প্রিয়াঙ্কাকে সম্ভলে ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল আমেরিকা! নিষিদ্ধ একাধিক প্রতিষ্ঠান ও জাহাজ