Puri Special Train: শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার(Durga Puja) প্রস্তুতি। বিশ্বজুড়ে আপামর বাঙালির মন এখন আনন্দে মাতোয়ারা। পুজোর সময় ব্যস্ততা দূরে সরিয়ে রেখে সকলেই চান দূরে পছন্দের কোনো জায়গায় কিছুদিনের জন্য হারিয়ে যেতে। মনকে আরো সজীব করে তুলতে, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে তীর্থস্থান, পাহাড়, সমুদ্র, জঙ্গল, যার যেটা পছন্দ সেখানে ঘুরতে যাওয়ার জন্য এই সময়কেই বহু মানুষ বেছে নেন। অনেকেই ভাবেন, দূর্গাপূজার সময় জগন্নাথধাম পুরী থেকে ঘুরে আসবেন। কিন্তু এতই চাহিদা থাকে ট্রেনের টিকিটের যে একটু দেরি হলেই পুরী(Puri) যাওয়ার ট্রেনের রিজার্ভেশন আর পাওয়া যায় না।
তাই যারা ভেবেছিলেন, পুজোতে পুরীতে ঘুরতে যাবেন, ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাদের মন খারাপের আর প্রয়োজন নেই। সেই দিকে নজর দিয়েই পূর্ব রেলের তরফে শিয়ালদহ থেকে সরাসরি মালতিপাতপুর স্টেশন পর্যন্ত একটি স্পেশাল ট্রেন(Puri Special Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি ১৪ই আগস্ট থেকে শিয়ালদা থেকে মালতিপাতপুর পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ নবোদয় বিদ্যালয়ে ভর্তির সুযোগ, জেনে নিন আবেদনের উপায়
এবার মালতিপাতপুর স্টেশনটি কোন জায়গায়? অনেকেই হয়তো জানতে চাইতে পারেন। পুরী থেকে খুব কাছাকাছি স্টেশন হলো এই মালতিপাতপুর। মালতিপাতপুর পর্যন্ত ট্রেনে করে যাওয়ার পর সেখান থেকে সরাসরি পুরীতে পৌঁছে যেতে পারেন খুব সহজেই। মালতিপাতপুর থেকে পুরীর দূরত্ব মাত্র ৯ কিলোমিটার। ফলে যারা ভাবছিলেন পুরী যাবেন, ট্রেনের টিকিট পাচ্ছিলেন না, তারা এক্ষুনি ১৪ ই আগস্ট থেকে চালু হওয়া শিয়ালদা- মালতিপাতপুর স্পেশাল ট্রেনের(Puri Special Train) টিকিট কাটতে পারেন।
এছাড়াও যারা দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে যেতে চান, যেমন খড়গপুর, বানেশ্বর, কটক, ভুবনেশ্বর, ভদ্রক, খুরদা রোড, সেখানে যেতে হলেও এই ট্রেনটিতে করে কলকাতা থেকে তারা সহজেই যেতে পারেন। শিয়ালদহ- মালতিপাতপুর ট্রেনটি চালু হলে পুরী যাওয়ার ক্ষেত্রে অসুবিধা অনেকটাই কমে যাবে। ১৪ ই আগস্ট রাত ১১ঃ৫০ এ শিয়ালদা থেকে প্রথম স্পেশাল এই ট্রেনটি(Puri Special Train) ছাড়বে। ১৫ ই আগস্ট সকাল ৯ঃ৩৫ এ মালতিপাতপুর স্টেশনে পৌঁছবে। এই ট্রেনে স্লিপার ক্লাস আছে। তাতে মোট ১১৫০ টি সিট থাকছে। যাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
ভারতীয় রেলওয়ে সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নয়টি রুটে স্পেশাল ট্রেন(Puri Special Train) চালু করছে পূর্ব রেল। শিয়ালদহ- গোরখপুর ৫ অক্টোবর ৩০ শে নভেম্বর পর্যন্ত প্রতি শনি এবং সোমবার চলবে। একইভাবে গোরখপুর- শিয়ালদহ ৬ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবি ও মঙ্গলবার চলবে।
হাওড়া-রক্সৌল জংশন ৫ অক্টোবর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। একইভাবে রক্সৌল জংশন- হাওড়া ৬ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে।
মালদহ টাউন- আনন্দবিহার টার্মিনাল ৭ অক্টোবর থেকে ২৫ শে নভেম্বর প্রতি সোমবার চলবে। ঠিক একইভাবে ডাউন আনন্দবিহার টার্মিনাল- মালদহ টাউন ৮ অক্টোবর থেকে ২৬ শে নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে। আবার শিয়ালদহ- ভদোদারা জংশন ১ অক্টোবর থেকে ২৬ শে নভেম্বর প্রতি মঙ্গলবার চলবে। আবার ডাউন ভদোদরা জংশন- শিয়ালদহ ৩ অক্টোবর থেকে ২৮ শে নভেম্বর প্রতি বৃহস্পতিবার চলবে। এরকমই আরো বেশ কিছু স্পেশাল ট্রেন রেলের তরফে চালু করা হয়েছে।