বিক্রম ব্যানার্জী: সম্প্রতি পাকিস্তানের বায়ু দূষণ(Air pollution) ইস্যুতে বক্তব্য রেখেছিলেন সেদেশের পাঞ্জাব মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ(Maryam Nawaz)। এবার সেই বক্তব্যকে নিশানায় এনে হাস্যরসাত্মক ভঙ্গিতে পাকিস্তানের ওই মহিলা মুখ্যমন্ত্রীকে উপহাস করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান(Bhagwant Mann)।
মূলত নিজের নানান ব্যঙ্গাত্মক ও হাস্যরস বক্তব্যের জন্য পরিচিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত পাকিস্তানের বায়ুদূষণ ইস্যুকে সামনে রেখে এক অনুষ্ঠান থেকে বলেন, বায়ু দূষণের কারণে দিল্লির সরকারও একই কথা বলে। বোধহয় দূষণ একটি বৃত্ত তৈরি করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। মরিয়ম নওয়াজকে বলব, তুমিও চিঠি লিখতে পারো।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরই শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি পাকিস্তানের লাহোরে মারাত্মক বায়ু দূষণের ফলে এক সভায় বক্তৃতা রাখতে গিয়ে মরিয়ম নাওয়াজ বলেন, পাকিস্তানি বায়ু দূষণের কারণে ধোঁয়ার বিষয় নিয়ে ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লেখার কথা ভাবছেন তিনি।
একই সাথে পরিবেশ দূষণ মোকাবিলায় ভারতের সাথে কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়েও বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরই তাকে হাস্যরস ভঙ্গিতে পাল্টা জবাব দিয়েছেন ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত।
আরও পড়ুন: মাসে 28 লাখ 13 হাজার টাকা বেতন পাবেন ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কত?
উল্লেখ্য, ভারতের উত্তরাঞ্চলে খড় পোড়ানোর কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বায়ু দূষণ ব্যাপক হারে বেড়েছে। বাতাসের গুণমান হ্রাস পাওয়ায় ঘন ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অঞ্চল। ভয়াবহ বায়ু দূষণের কারণে এক প্রকার স্বাস্থ্য সংকটে ভুগছে পাকিস্তান। চিকিৎসকদের একাংশের মতে, বায়ু দূষণের মাত্রা আরও বাড়লে পাঞ্জাব জুড়ে শ্বাসকষ্টের সমস্যায় ভুগবেন অসংখ্য মানুষ।