COP 29 শীর্ষ সম্মেলনে গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপথ্যে কোন কারণ?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: গত সোমবার থেকে শুরু হওয়া কপ 29-এর(COP 29) শীর্ষ বৈঠকে যোগ দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তাদের পরিবর্তে এবছরের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। জানা যাচ্ছে, আগামী 16 থেকে 21 নভেম্বর নাইজেরিয়া, গায়ানা ও ব্রাজিল সফরে যাবেন নরেন্দ্র মোদি। তবে তার আগে কপ 29 সম্মেলনে তার অনুপস্থিতি নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।

আরও পড়ুন: বাজেট স্মার্টফোন কেনার আগে এই 4 ফিচারে নজর দিন, কোনও দিনও ঠকবেন না

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কপ 29-এর শীর্ষ সম্মেলনে যোগ দেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এমনকি জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসও। ফলত বিশ্বের তাবড় তাবড় দেশের কপ 29 বৈঠকে না থাকা পরিবেশ বিজ্ঞানীদের মধ্যে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। একাংশ মনে করছেন বর্তমানে পরিবেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছাশক্তির যথেষ্ট ঘাটতি রয়েছে।

ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্সের রিপোর্ট বলছে, জলবায়ু পরিবর্তন ফলে বিগত কয়েক দশকে ভারত সহ আমেরিকা ও চিনের অপূরণীয় ক্ষতি হয়েছে। ভারতের ক্ষতির পরিমাণ ঠেকেছে 11 হাজার 200 কোটি ডলারে। এহেন আবহে ক্ষতিগ্রস্ত অবস্থায় থেকেও কপ 29 সম্মেলন বিমুখ দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতির কারণ প্রসঙ্গে স্পষ্ট কিছু না জানা গেলেও বিজেপি সূত্রে খবর, পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আসন্ন মহারাষ্ট্র বিধানসভা ভোটের দায়িত্বে রয়েছেন। যেই বিধানসভা বর্তমানে বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই দলের দায়িত্ব কাঁধে নেওয়ায় কপ 29 সম্মেলনে যাওয়া হয়নি তার।