PM Mufat Silai Machine Yojana: ঘরে বসেই রোজগার করতে পারবেন মহিলারা,ফ্রী ট্রেনিং, ভাতা,লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার, সুযোগ ছাড়বেন না

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: মহিলারা স্বাবলম্বী হলে সমাজ দ্রুত এগিয়ে যেতে পারে। তাই মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করে। যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলারা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারেন। আর সেই দিকে নজর দিয়েই কেন্দ্রীয় সরকার (Central Government schemes) মহিলাদের জন্য একটি যোজনা চালু করেছে। এই প্রকল্পটির নাম- পিএম মুফত সিলাই মেশিন যোজনা (PM Mufat Silai Machine Yojana)

PM Mufat Silai Machine Yojana প্রকল্পের মাধ্যমে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে। শুধু তাই নয়, দেশের যে সমস্ত মহিলারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, তাদের সেলাই মেশিনের সঙ্গে ১৫ দিনের জন্য বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে। আর ট্রেনিং চলাকালীন সরকার প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা দেবে। তার পাশাপাশি কোনো মহিলা যদি নিজে ব্যবসা করতে চান, তাহলে তার জন্য ঋণের ব্যবস্থাও করে দেবে সরকার। ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

গত বছর ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। দেশে এমন অনেক মহিলা আছেন যারা সেলাইয়ের কাজ জানেন। কিন্তু টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারেন না। তাই নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সেলাই মেশিন থাকলে তারা বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে এসে ঘরে বসেই সেই কাজ করতে পারবেন।

আরও পড়ুনঃ সৌরভকে এক টাকায় জমি! হাইকোর্টে দায়ের মামলা

তবে PM Mufat Silai Machine Yojana প্রকল্পের সুবিধা দেশের সবাই পাবেন না। যারা গরীব এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মহিলা, তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য। বিশেষ করে বিধবা এবং প্রতিবন্ধী মহিলাদের এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি তার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকা বা তার কম থাকতে হবে।

শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের এই যোজনায় যে মহিলারা আবেদন করবেন, তার পরিবারের কেউ সরকারি চাকরিতে যুক্ত থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। এই প্রকল্পে নাম নথিভূক্ত করে সুবিধা পাওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইট https://pmvishwakarma.gov.in এতে গিয়ে নিজের নাম রেজিস্টার্ড করতে হবে। এরপর Tailor বা দর্জি লেখার উপরে ক্লিক করে আবেদন করতে হবে।


আবেদনকারীর ঠিকানার প্রমাণ, পাসপোর্ট আকারের ছবি, আধার কার্ড, পরিচয় পত্র, মোবাইল নম্বর, ব্যাংক পাসবুক এর ডিটেলস দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন পত্র গৃহীত হলে সেলাই মেশিন কেনার জন্য তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৫ হাজার টাকা দেওয়া হবে।