Parliament: ধর্মীয় স্লোগানে জর্জরিত সংসদ

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

শাসকের জয় শ্রীরাম, বিরোধীদের আল্লাহ হো আকবর, ধর্মীয় স্লোগানে জর্জরিত সংসদ(parliament)।সোমবার থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। অধিবেশন শুরুর আগে থেকেই নিট এবং নেটের মতো সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতির অভিযোগ নিয়ে যথেষ্ট চাপে ছিল এনডিএ সরকার। অধিবেশন শুরুর পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। শাসক – বিরোধী বাকযুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় স্পিকারকেও।

এর আগেই কিরেন রিজিজু তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে অনুরোধ জানিয়েছিলেন সংসদের কাজ যেন ব্যাহত না হয়। তবে সংসদের প্রথম দিনের ছবিটা বলছে রিজিজুর এই অনুরোধে বিরোধীরা তেমন আমল দেননি। এর আগেও বিভিন্ন ইস্যুতে বিঘ্ন ঘটেছে সংসদের কাজকর্মে। কখনও রাজনৈতিক ইস্যু কখনও বা ধর্মীয় স্লোগানকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। অধিবেশন চলাকালীন প্রথম বিতর্ক তৈরি হয় সাংসদদের শপথগ্রহণ নিয়ে। এই সময় বিজেপি সাংসদরা জয় শ্রীরাম স্লোগান দেন বিরোধীদের কটাক্ষ করে। পাল্টা বিরোধীরাও জয় বাংলা, জয় হিন্দ স্লোগানের মধ্যে দিয়ে জবাব দেন বিজেপি সাংসদদের।

আরও পড়ুনঃ স্পিকার পদের দাবি থেকে সরে এল টিডিপি, পরবর্তী স্পিকার হচ্ছেন এই পরিচিত মুখ

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের সময় জয় শ্রীরাম এবং জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্ত্বর। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সময় জয় মমতা স্লোগান দেন। অন্যদিকে আবু তাহের খান শপথগ্রহণ অনুষ্ঠান শেষ করেন আল্লাহ হু আকবর স্লোগানের মধ্যে দিয়ে, দেওয়া হয় বন্দে মাতরম স্লোগানও।

জয় শ্রীরাম, জয় বাংলা থেকে আল্লাহ হো আকবরের মতো ধর্মীয় স্লোগান শোনা গেল নবনির্বাচিত সাংসদদের মুখে। সংসদের মধ্যেই ধর্মীয় স্লোগান, পাল্টা স্লোগানে ক্ষুব্ধ স্পিকার।