Online order: অনলাইনে অর্ডার করে আইসক্রিম খাচ্ছেন? সাবধান – মিলল মানুষের দেহাংশ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ধরুন অনেকদিন পর ছুটির দুপুরে পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন। একে প্রচণ্ড দাবদাহ, তার উপর পুরোনো বন্ধু। হঠাৎ ইচ্ছে হল আইসক্রিম খাবেন। অর্ডার দিলেন, কিছুক্ষণের মধ্যে আপনার দরজার সামনে হাজির ডেলিভারি বয়। আপনার মন তখন বলছে, যাক এই গরমে আইসক্রিম খেলে প্রাণটা জুড়োবে। কিন্তু আইসক্রিমের প্যাকেট খুলে কামড় বসাতেই যদি মুখে লাগে কাটা আঙুল তাহলে? তাও অন্য কারও আঙুল না, এই আঙুল খোদ মানুষের। অবাক হচ্ছেন? ভাবছেন এও কখনও হয়? আইসক্রিমের প্যাকেটে মানুষের আঙুল? কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে মুম্বইয়ের মালাডে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় এক মহিলা একটি দোকান থেকে অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন। আইসক্রিম তার বাড়িতে পৌঁছনোর পর তিনি দেখেন প্যাকেটের মধ্যে রয়েছে একটি কাটা আঙুল।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই অধ্যাপক্ষের জামাইষষ্ঠী পালন ঘিরে বিতর্ক

ওই মহিলা এই বিষয়ে মালাড থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে ওই আইসক্রিমের দোকানের বিরুদ্ধে ফুড অল্টারনেশন এবং জীবন বিপন্ন করার অভিযোগ দায়ের করেছে। কাটা আঙুলটিকে পাঠানো হয়েছে ফরেনসিকে।

গোটা ঘটনায় হতচকিত ওই মহিলা। তিনি সোশ্যাল মিডিয়ায় ওই কাটা আঙুলের ছবি পোস্ট করেছেন। মালাড থানার পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।