Kharagpur IIT: নতুন মাইলফলক খড়গপুর আইআইটির ইতিহাসে, ডিরেক্টর পদে প্রথম মহিলা হিসেবে আসছেন কে?

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

নতুন মাইলফলক তৈরি করতে চলেছে খড়গপুর আইআইটি। এই প্রথম খড়গপুর আইআইটি(kharagpur IIT) পেতে চলেছে কোন মহিলা সহ অধিকর্তা বা ডেপুটি ডিরেক্টর। খড়গপুর আইআইটির ইতিহাসে প্রথম ডেপুটি ডিরেক্টর হতে চলেছেন অধ্যাপক রিন্টু বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি প্রতিষ্ঠানটির তরফে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হয়েছে।

অধ্যাপক অমিত পাত্রের জায়গায় দায়িত্ব নিচ্ছেন
রিন্টু বন্দ্যোপাধ্যায়। অমিত পাত্র সম্প্রতি বারাণসী আইআইটির ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে অধ্যাপিকা বন্দ্যোপাধ্যায় আইআইটি খড়গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল পদে বহাল ছিলেন। কাজ করেছেন রিসার্চ এন্ড ডেভলপমেন্ট বিভাগের ডিন হিসেবেও।

আরও পড়ুনঃ গরমে হাঁসফাঁস ঝাড়গ্রাম, ছুটি দিল স্কুল

আইআইটি খড়গপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম কোন মহিলা ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এটি নিশ্চয় উল্লেখযোগ্য ঘটনা। আইআইটি কর্তৃপক্ষ তাকে স্বাগত জানাচ্ছে।

অধ্যাপিকা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘নতুন দায়িত্ব পেয়ে আমি খুশি। দেশের অন্যতম প্রাচীন এই আইআইটির উন্নতির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব।’ অধ্যাপিকা বন্দ্যোপাধ্যায় তার কাজের জন্য ইতিমধ্যে লুই পাস্তুর পুরস্কার, ইয়ং সায়েন্টিস্ট আওয়ার্ড, মদনমোহন মালব্য পুরস্কারে ভূষিত হয়েছেন।