Chinmoy Krishna Das: বাংলাদেশে হিন্দু নেতার গ্রেফতারিতে ক্ষুব্ধ ভারত সরকার! বিবৃতিতে কড়া বার্তা পররাষ্ট্র মন্ত্রকের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: বাংলাদেশের অন্যতম হিন্দু নেতা তথা সম্মিলিত সনাতনী জাগরন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের(Chinmoy Krishna Das) গ্রেফতারি ও জামিনের আবেদন বাতিলের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ভারত সরকার। মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই কথা জানিয়েছে।

দীর্ঘ বিবৃতিতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রেখে ওপার বাংলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর তুমুল অত্যাচার চালানো হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে সেগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও মন্দির গুলোতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে চরমপন্থী দলগুলি।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সংখ্যালঘু হিন্দুদের ওপর হওয়া বর্বর অত্যাচারের ঘটনায় অপরাধিদের ধরতে ব্যর্থ সে দেশের প্রশাসন। অপরাধীদের শাস্তি না দিয়ে একজন ধর্মীয় নেতা যখন হিন্দুদের ওপর অত্যাচার ও অবিচারের প্রতিবাদ করতে গিয়েছেন তখনই তাকে গ্রেফতার করা হলো। এই ঘটনা সত্যিই দুঃখজনক। এদিন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক সরকারের দৃষ্টি আকর্ষণ করে ওপার বাংলায় হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন: মাত্র 23 বছরেই কোটিপতি! 6 বলে 6টি ছক্কা হাঁকিয়ে 30 লাখের খেলোয়াড় পেল 3 কোটি 80 লাখ