Parliament: সংসদে কমল মহিলা এবং মুসলিমদের সংখ্যা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

২০১৯ – এর তুলনায় ২০২৪ সালে সংসদে কমল মহিলা এবং মুসলিম(Muslim)সাংসদদের(Parliament) সংখ্যা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন ৭৮ জন মহিলা প্রার্থী, সেখানে এবার মহিলাদের সংখ্যা ৭৪। শুধু মহিলা নয়, একইসঙ্গে কমেছে মুসলিম সাংসদদের সংখ্যাও। ২০১৯ এর তুলনায় সংসদে মুসলিম সাংসদের সংখ্যা কমেছে ২ জন।

সংসদে মহিলা জনপ্রতিনিধিদের উপস্থিতি কমলেও বাংলা এক্ষেত্রে টেক্কা দিয়েছে অন্যান্য রাজ্যকে। ৭৮ জন মহিলা সাংসদের মধ্যে ১১ জন জয়ী হয়েছেন বাংলা থেকেই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার সবথেকে বেশি মহিলা প্রার্থী লড়েছেন বিজেপির টিকিটে, সংখ্যাটা প্রায় ৬৯ জন। সেখানে কংগ্রেস টিকিট দিয়েছিল ৪১ জন মহিলাকে। বিজেপির ৩০ জন এবং কংগ্রেসের ১৪ জন মহিলা প্রার্থী ভোটে জিতেছেন।

আরও পড়ুনঃ হবু স্ত্রীর সঙ্গে গল্পের শাস্তি, দুই পক্ষের সংঘর্ষে হাসপাতালে যুবক

আবার গতবারের তুলনায় এবার ভোটে দাঁড়িয়েছিলেন অনেক কম সংখ্যক মুসলিম প্রার্থী। গতবছর ভোটে দাঁড়িয়েছিলেন ১১৫ জন মুসলিম প্রার্থী, সেখানে এবার লড়েছেন ৭৮ জন। ফলে স্বাভাবিকভাবেই কমেছে জয়ী মুসলিম প্রার্থীদের সংখ্যা। এবার কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছেন সবথেকে বেশি সংখ্যক মুসলিম। তারা প্রায় ৭ জন প্রার্থীকে সংসদে পাঠাচ্ছে।