Mobile Price: মোবাইল ফোন নিয়ে দারুণ খবর, সামনে এল বাজেটে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মোবাইল ফোনের দাম (Mobile Price) নিয়ে দারুণ খবর! এবার দেশের বাজারে মোবাইল ফোনের দাম (Mobile Price) কমতে চলেছে। সদ্য পেশ করা বাজেটে মোবাইল ফোন ও চার্জারের উপর প্রদত্ত জিএসটি ২০% থেকে কমিয়ে ১৫% করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। ফলে দেশের বাজারে শীঘ্রই কমতে চলেছে মোবাইল ফোনের দাম (Mobile Price)।

গত মঙ্গলবার, ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেন। বাজেট পেশ করার সময় তিনি ঘোষণা করেছেন  মোবাইল ফোনের দাম, চার্জারের উপর জিএসটি ৫%। আগে একটি ১০ হাজার টাকা মূল্যের ফোনে ২০% হারে ২ হাজার টাকা জিএসটি দিতে হত। ফলে ফোনটির দাম পড়তো ১২ হাজার টাকা। এখন সেই ফোনে ১৫% হারে ১৫০০ টাকা জিএসটি পড়বে। দাম হবে ১১৫০০ টাকা। ফলে দাম কমবে ৫০০ টাকা।

একই ভাবে ফোনের চার্জারের ক্ষেত্রেও প্রদত্ত জিএসটি ২০% থেকে কমে ১৫% হতে চলেছে। আগে কোনও চার্জারের দাম ৫০০ টাকা হলে ২০% হারে ১০০ টাকা জিএসটি দিতে হত। চার্জারটির জন্য মোট ৬০০ টাকা দিতে হত। এখন ১৫% হারে ৭৫ টাকা জিএসটি দিতে হবে৷ ফলে চার্জারটির দাম পড়বে ৫৭৫ টাকা। সস্তা হবে ২৫ টাকা। খুব শীঘ্রই এই পরিবর্তিত জিএসটি ফোন ও চার্জারের দামের উপরে লাগু হতে চলেছে।