ধসের কারণে মৃত্যু মিছিল কেরালায় (Landslide in Kerala)! এখনও পর্যন্ত ১২৩ জনের দেহ উদ্ধার হয়েছে। সনাক্ত করা গিয়ে মাত্র ৩৭ জনের দেহ। ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার ভোর রাতে ধস নামে কেরালার ওয়েনাড় জেলায় (Landslide in Kerala)। তিন তিন বার নামা সেই ধসে বিপর্যস্ত কেরলের মুন্ডাক্কাই, ছুরালমালা, আট্টামালা, নুলপুঝা প্রভৃতি এলাকা। ভারী বৃষ্টি এখনও চলছে সেখানে। তা মাথায় নিয়েই একযোগে উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী। উদ্ধারে সাহায্য করলে বায়ুসেনার হেলিকপ্টার।
মঙ্গলবার ভোররাতে চার ঘণ্টায় পর পর তিন বার ধস নেমে ওয়েনাড়ের একাধিক এলাকায়। পাহাড়, চা বাগান ও জঙ্গলে ঢাকা এলাকা নিমেষে পরিণত হয় কাদামাটি ঢাকা মৃত্যু উপত্যকায়। গত কয়েক দিন ধরে ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে কেরলে। শেষ ২৪ ঘণ্টায় ৩৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কেরলে। সেই ভারী বৃষ্টির কারণেই এই ধস বলে অনুমান করা হচ্ছে। ভোর রাতে ঘুমের মধ্যেই জল কাদা চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। দুর্ঘটনার পরেই উদ্ধারে নামে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গিয়েছে, ধসের কারণে মেপ্পাড়ি এলাকার বহু রাস্তা ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে সংযোগকারী একমাত্র সেতুও। ফলে অনেক এলাকায় উদ্ধারকার্যের জন্য পৌঁছাতে বেগ পাচ্ছে প্রশাসন। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী ও নৌসেনাবাহিনীও উদ্ধার চালাচ্ছে। বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার এবং একটি ‘অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ উদ্ধারকাজে সাহায্য করছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে ২২৫ জন জওয়ান উদ্ধারকাজে নেমেছে। তিরুঅনন্তপুরমে ১৪০ জন জওয়ান অপেক্ষা করছেন। প্রয়োজন হলে তাঁরাও অংশ নেবেন। কোঝিকোড়ে কন্ট্রোলরুম খুলে উদ্ধারকার্য পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার উদ্ধারকাজ শুরু হওয়ার পর থেকেই দিনভর কাদামাটির স্তুপ সরিয়ে একের পর এক মৃতদেহ উদ্ধার হতে থাকে। পাশ্ববর্তী গ্রামগুলি থেকে অনেক বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরানো হয়েছে। কেরলের মুন্ডাক্কাই, ছুরালমালা, আট্টামালা, নুলপুঝা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে ফোনে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে সমবেদনা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীও এক্স হ্যান্ডেলে সমবেদনা ব্যক্ত করেছেন। রাজ্যে দু’দিনের শোক পালনের ঘোষণা করেছে কেরল সরকার।