মোদী সরকারের জামানায় আবারও ট্রেন দুর্ঘটনা (Train Accident)। রবিবার সকালে বিশাখাপত্তনম রেলস্টেশনে কোরবা এক্সপ্রেসে আগুন লাগে(Korba Express Fire)। ট্রেনে আগুন লাগায় রেলস্টেশনে বিশৃঙ্খলা দেখা দেয়। ছত্তিশগড়ের কোরবা থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলস্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি পার্কিং অবস্থায় দাঁড়ানোর সময় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃরেলের টিকিটে প্রবীণদের ছাড়! সংসদে সোচ্চার মেদিনীপুরের সাংসদ
রবিবার সকালে কোরবা এক্সপ্রেসের তিনটি এসি বগিতে আগুন লাগে। তথ্য অনুযায়ী, সকাল ৬.৩০ টা নাগাদ ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসার পর দুর্ঘটনাটি ঘটেছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি।
সকাল ৬.৩০ কোরবা এক্সপ্রেস এসে পৌঁছায়, এই সময় ট্রেনটি লক করা অবস্থায় ছিল। ৯.৪৫ এ এই কোচগুলো ডিপোতে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় কোরবা এক্সপ্রেসের B7 কোচ থেকে ধোঁয়া আসছে।
এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এবং আগুনের বিস্তার ঠেকাতে কোচগুলো আলাদা করা হয়। ঘটনায় কোন প্রকারের হতাহতের খবর পাওয়া যায়নি।