Kalyan Chaubey: ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে পেলেন প্রাণ নাশের হুমকি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Kalyan Chaubey: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে(AIFF President Kalyan Chaubey) প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন এক ব্যক্তি। ফেডারেশন সভাপতির পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয়েছে তার পরিবারকেও। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে আইএফএফ অফিসে একটি অজানা নম্বর থেকে ফোন কল(Threat call) আসে। কমিটির এক সদস্য সেই কল তুললে ফোনের ওপার থেকে ফেডারেশন সভাপতিকে খুন করার হুমকি দেন এক যুবক। এই ঘটনায় ইতিমধ্যেই দিল্লী পুলিশের দারস্ত হয়েছে আইএফএফ।

দিনে দুপুরে খুনের হুমকি আইএফএফ সভাপতিকল্যাণ চৌবেকে(Kalyan Chaubey), কিন্তু কেন?
10 তারিখ দুপুরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অফিসে আসা উড়ো ফোনে ফেডারেশন সভাপতি কে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। আর সেই ঘটনাতেই ঝড় উঠেছে ক্রীড়া জগতে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরেই কল্যান চৌবে কে নিয়ে চক্রান্ত চলছিল। এই ফোন কল সেই চক্রান্তেরই ফসল। যদিও ফোনের ওপারে থাকা ব্যক্তির বক্তব্য, আনোয়ার আলীকে নিয়ে কল্যান তথা ফেডারেশন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে একেবারেই সন্তুষ্ট নন তিনি। এদিন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বদলে নতুন সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন ওই ব্যক্তি। অন্যথায় কল্যাণ চৌবে এবং তার পরিবারকে প্রাণে মেরে ফেলার কথা শোনা যায় তার গলায়।

অপরাধীকে খুঁজতে তৎপর প্রশাসন
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ আসা ফোন কলে ফেডারেশন সভাপতি কে প্রাণ নাশের হুমকি দিতে শোনা গিয়েছিল এক ব্যক্তিকে। আইএফএফ- এর তরফে অভিযোগ পাওয়া মাত্রই অজ্ঞাত পরিচয়ের সেই ব্যক্তিকে খুঁজতে তৎপর দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দ্বারকা সেক্টর 23 থানা এই অভিযোগের তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, যত দ্রুত সম্ভব সম্ভাব্য অপরাধীকে খুঁজে বের করা হবে।

আরও পড়ুনঃ ভারতে আসছে এই দারুণ SUV গাড়ি, রয়েছে অসাধারণ ফিচার

প্রসঙ্গত, গত 18 আগস্ট ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ বাতিল হওয়ায় যুবভারতীর সামনে বিক্ষোভে শামিল হয় দুই দলের শয়ে শয়ে সমর্থক। এদিন আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়া খুনের প্রতিবাদে গলা ছাড়েন তারা। অন্যদিকে আন্দোলনকারী সমর্থকদের আটকাতে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আর সেই প্রসঙ্গেই মুখ খোলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। একই সঙ্গে অভয়ার বিচারের দাবিতে শরব হন তিনি। ফলে প্রশ্ন উঠেই যায়, আনোয়ার ইস্যুই কি হুমকির একমাত্র কারণ? নাকি রয়েছে অন্য কোনও চক্রান্ত? সঠিক উত্তরের খোঁজে প্রশাসন।