TRAI: BSNL কে ব‍্যবহার করেই লক্ষ কোটি কামাচ্ছে Jio, Airtel,VI,অথচ ঘুমোচ্ছে সরকারি সংস্থা BSNL

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: সম্প্রতি প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি জিও(JIO) এয়ারটেল(AIRTEL)এবং ভিআই(VI) তাদের মোবাইল রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি করেছে। আর তার ফলে বেশিরভাগ মানুষ বিএসএনএলের (BSNL) দিকে ঝুঁকেছেন। কিন্তু এখনো পর্যন্ত সারাদেশে BSNL তার 4G Network পরিষেবা সম্পূর্ণভাবে লঞ্চ করতে পারেনি। তবে এবারের বাজেটে BSNL এবং MTNL এর জন্য ব্যাপক পরিমাণে টাকা বরাদ্দ করা হয়েছে। যাতে বিএসএনএল তাদের প্রযুক্তিগত আপডেট এবং পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে পারে। লোকসভায় যোগাযোগ দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, বিএসএনএল ২০২৫ এর জুন মাসের মধ্যে ১ লক্ষ জায়গায় ফোর জি নেটওয়ার্ক লঞ্চ করে দিতে পারে।

দেশ জুড়ে বিএসএনএলের ৬৭৩৪০ টি মোবাইল টাওয়ার রয়েছে। সরকারি টেলিকম সংস্থার দেশের প্রত্যন্ত এলাকাতেও মোবাইল টাওয়ার থাকার কারণে শুধু টাওয়ার লিজ দিয়ে ব্যাপক পরিমাণে আয় করেছে বিএসএনএল। আর এই সরকারি সংস্থার কাছ থেকে তাদের টাওয়ার লিজ নিয়েছে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো BSNLl-এর টাওয়ার ব্যবহার করে নিজেদের ব্যবসা একেবারে শিখরে নিয়ে গিয়েছে। আর দেশে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা নিজেদের দখলে আনতে পেরেছে। অথচ সারা দেশ জুড়ে বিএসএনএলের টাওয়ার পরিকাঠামো থাকা সত্বেও সংস্থাটি এখনো পর্যন্ত ফোরজি নেটওয়ার্ক সারাদেশে লঞ্চ করতে পারেনি।

আরও পড়ুনঃ কপাল খুলে গেল,১৫ দিনের মধ্যেই কামাল করে দিলো BSNL

শুধুমাত্র টাওয়ার পরিকাঠামো লিজ দিয়েই বিএসএনএল ১ হাজার কোটি টাকার উপর চলতি আর্থিক বছরে আয় করেছে। রিলায়েন্স জিও ৮৪৮০ টাওয়ার ব্যবহার করছে, সেই জায়গায় এয়ারটেল ১৫৬৮ টি টাওয়ার ব্যবহার করছে এবং ভিআই ২৪১৫টি বিএসএনএলের টাওয়ার ব্যবহার করে ব্যবসা করে চলেছে। আর BSNL টাওয়ার পরিকাঠামো লিজ দিয়ে ২০২৪ সালে ১০৫৫.৮০ কোটি টাকা আয় করেছে। ২০২০ সালে যেখানে ৩০.৭৩ কোটি টাকা আয় করেছিল বিএসএনএল।

TRAI- এর রিপোর্ট অনুযায়ী পারফরম্যান্স মনিটরিং রিপোর্ট (PMR) বিএসএনএল এখনও পর্যন্ত কোয়ালিটি সার্ভিস এর ক্ষেত্রে সমস্ত প্যারামিটার পূরণ করেছে বলে সংসদে জানিয়েছেন যোগাযোগ দপ্তরের প্রতিমন্ত্রী। BSNL এর বাইরে ১২ হাজার ৫০২ টি টাওয়ার এমটিএনএল, রাজ্য পুলিশ, প্রাইভেট টেলিকম কোম্পানি এবং অন্যান্যদের লিজ দিয়েছে। দেশজুড়ে নিজেদের নেটওয়ার্ক পরিকাঠামো থাকা সত্বেও এখনো পর্যন্ত 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি BSNL আর প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো বিএসএনএল এর টাওয়ার ব্যবহার করেই দেশের বেশিরভাগ গ্রাহককে তাদের দখলে নিয়ে গিয়েছে এবং একের পর এক মোবাইল রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি করেছে। তবে এবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের জুনের মধ্যে দেশের ১ লক্ষ স্থানে বিএসএনএল 4G নেটওয়ার্ক লঞ্চ করবে। যার ফলে সংস্থার আয় যেমন বৃদ্ধি হবে, পাশাপাশি গ্রাহকেরা প্রযুক্তিগত আপডেটের ফলে 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।