ISRO recruitment: একাধিক শূন্যপদে চাকরির সুযোগ দিচ্ছে ISRO, এখনই আবেদন করুন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ISRO Recruitment 2024 details: দেশের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। বিজ্ঞপ্তি প্রকাশ করে, ইতিমধ্যেই একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানিয়েছে এই সংস্থা। ভারতের যেকোনও রাজ্যের যেকোনও জেলার যোগ্য প্রার্থীরা এই শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া কীভাবে হবে, শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, মাসিক বেতন কত? যাবতীয় প্রশ্নের উত্তর রইলো এই প্রতিবেদনে।

পদের নাম

  1. জুনিয়র রিসার্চ ফেলো।
  2. রিসার্চ অ্যাসোসিয়েট।

মোট শূন্যপদ
উপরিউক্ত দুই পদে আবেদনের জন্য মোট 23টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরির জন্য জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি, মেরিন বায়োলজি, পদার্থবিদ্যা, গণিত, জিয়োফিজ়িক্স, অ্যাপ্লায়েড জিয়োফিজ়িক্স মেরিন জিয়োফিজ়িক্স, জিয়ো-ইনফরমেটিক্স, রিমোট সেন্সিং, জিয়োস্পেশিয়াল টেকনোলজির মতো বিষয়গুলিতে স্নাতকোত্তরে অন্তত 65 শতাংশ নম্বর প্রাপ্ত প্রার্থীরা যোগ্য।

রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে চাকরির জন্য প্রার্থীদের অবশ্যই মেটিরিয়োলজি, অ্যাটমোস্ফেরিক সায়েন্সে, ওশনোগ্রাফি- র মতো বিষয় গুলিতে 60 শতাংশের বেশি নম্বর নিয়ে পিএইচডি সম্পূর্ণ করতে হবে।

বয়স
জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে 28 বছরের মধ্যে। অন্যদিকে রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

বেতন
জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরিরত ব্যক্তিরা প্রতিমাসে 37,000 টাকা থেকে 42,400 টাকা পর্যন্ত মাসিক পেয়ে যাবেন।

রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে চাকরি করলে প্রতি মাসে 68,000 টাকা করে বেতন পাওয়া যাবে।

আরও পড়ুনঃ উনি তার অন্তর্বাসের রঙ- ও বলতে পারবেন! মহিলা আইনজীবীকে আপত্তিকর মন্তব্য কর্নাটক হাইকোর্টের বিচারপতি শ্রীশানন্দের

আবেদন পদ্ধতি
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO- র সংশ্লিষ্ট দুই পদে চাকরির জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ISRO- র অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি দেখে রেজিস্ট্রেশন করার পর প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া
জুনিয়র রিসার্চ ফেলো ও রিসার্চ অ্যাসোসিয়েট দুই পদেই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।

আবেদন শুরুর তারিখ
17/09/24

আবেদন শেষের তারিখ
07/10/24