Indian Railways: বাজেটে রেলের সুরক্ষা খাতে বিপুল পরিমাণ বরাদ্দ, নিরাপদ হবে রেল সফর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: একের পর এক রেল দুর্ঘটনা ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমকে(Indian Railways System) পুরোপুরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতীয় রেলওয়েকে(Indian Railways) দেশের লাইফ লাইন বলা হয়। দেশজুড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে রেখেছে শুধুমাত্র এই ভারতীয় রেল ব্যবস্থা। আর সেই রেলে একের পর এক দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত নিত্যযাত্রী থেকে শুরু করে দেশবাসী। বিশেষ করে সম্প্রতি করমন্ডল এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, চন্ডিগড়- ডিব্রুগড় এক্সপ্রেস এর মত দুর্ঘটনা ঘটেছে। প্রচুর যাত্রী নিহত এবং আহত হয়েছেন। ফলে রেল সুরক্ষা(Railways Protection) নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

এবার সেই দিকে নজর দিয়েই কেন্দ্রীয় সরকার সাধারণ বাজেটে ইন্ডিয়ান রেলওয়ের(Indian Railways) জন্য বিপুল পরিমাণ বরাদ্দ করেছে। ২০২৪- ২৫ আর্থিক বছরে ভারতীয় রেলওয়ে(Indian Railways) খাতে বাজেটে ২.৬২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধুমাত্র সুরক্ষা ব্যবস্থার জন্য ১.০৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যাতে আগামী দিনে ভারতীয় রেলওয়ে সিস্টেমকে(Indian Railways System) পুরোপুরি নিরাপদ এবং সুরক্ষিত করা যায়।

আগে রেল বাজেট আলাদাভাবে পেশ করা হতো। কিন্তু সম্প্রতি আর আলাদা করে রেল বাজেট পেশ হয় না। সাধারণ বাজেটেই ভারতীয় রেলওয়ের(Indian Railways) জন্য বরাদ্দ করা হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে রেলওয়ের জন্য বিপুল পরিমাণ বরাদ্দ করেছেন। এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, দিন দিন ভারতীয় রেলের যাত্রী সংখ্যা বাড়ছে(Passenger of Indian Railways are increasing)। ফলে কোচের সংখ্যাও বাড়াতে হচ্ছে। এক্ষুনি ২৫ হাজার কোচের পাশাপাশি আরও অতিরিক্ত ১০০০০ কোচ তৈরি করার জন্য অর্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কল‍্যাণী ইউনিভার্সিটির প‍্যারামেডিক‍্যাল কোর্সে ভর্তি হলে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের সুযোগ

সাধারণ বাজেটে ভারতীয় রেলওয়ের জন্য যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, সেখানে টাকার অধিকাংশটাই রেলওয়ের সুরক্ষা খাতে খরচ করা হবে। বিশেষ করে রেলওয়ে ট্র‍্যাক প্রতিস্থাপন করা, ভারতীয় রেলের দুর্ঘটনা রোধে কবজ সিস্টেম চালু করা, সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন করা, দেশজুড়ে বিভিন্ন রুটে ইন্ডিয়ান রেলওয়েজের প্রায় সমস্ত ট্র্যাকেই চেষ্টা করা হচ্ছে কবজ সিস্টেম স্থাপন করার। ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ে কবজ ৪.০ স্থাপন করার অনুমোদন পেয়ে গিয়েছে। ফলে বাজেটে বরাদ্দ ইন্ডিয়ান রেলওয়ের জন্য যে পরিমাণ টাকা সুরক্ষা খাতে ব্যয় করা হবে, তাতে আগামী দিনে ভারতীয় রেলওয়ে নিরাপদ এবং সুরক্ষিত হবে বলেই জানানো হয়েছে।