রেলওয়ে (Indian Railways) দেশের লাইফলাইন। রেল (Indian Railways) দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পরিবহন মাধ্যম। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে (Indian Railways) নিয়মিত যাতায়াত করে থাকেন। তাই কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের তরফেও বিভিন্ন সময়ে ভারতীয় রেলওয়ের (Indian Railways) জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করা হয়। যাতে দেশবাসী রেল ভ্রমণে স্বস্তি পেতে পারেন। এবার সেই ঘোষণা সুখবর হতে পারে বয়স্কদের জন্য।
এবার জানা যাচ্ছে, ভারতীয় রেলের তরফে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকেরা রেল ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পেতে চলেছেন। এই বিষয়ে নরেন্দ্র মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য মাঝেমধ্যেই রেলওয়ের তরফে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়ে থাকে। এবার রেল ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
করোনা সংক্রমণ চলাকালীন দেশে ভারতীয় রেলের তরফে সিনিয়র সিটিজেনদের রেল ভ্রমণে ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেই ছাড় আবার তুলে নেওয়া হয়। এবার ৪ বছর পরে আবার রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হতে পারে সিনিয়র সিটিজেনদের জন্য (For Senior Citizen) তবে প্রবীণ নাগরিকেরা রেলওয়ের সমস্ত স্লিপার ক্লাসে এই বিশেষ ছাড় পাবেন। কিন্তু এসি ক্লাসের জন্য সিনিয়র সিটিজেনদের ভাড়ার ক্ষেত্রে কোনো ছাড় মিলবে না বলেই জানা যাচ্ছে।
এই প্রসঙ্গে ঝাঁসি রেল ডিভিশনের PRO জানিয়েছেন, রেলওয় মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সিনিয়র সিটিজেনরা বিশেষ ছাড় পেতে পারেন। তবে রেলওয়ে মন্ত্রক যখনই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে প্রবীণ নাগরিকদের জন্য এই ছাড়ের কথা ঘোষণা করবে, তখন রেল মন্ত্রকের সমস্ত জোনেই তা কার্যকর হয়ে যাবে। ফলে আরো একবার দেশের প্রবীণ নাগরিকেরা রেল ভ্রমণে বিশেষ ছাড় পেতে পারেন বলেই জানা যাচ্ছে।