Indian Railways: রেল যাত্রীদের জন্য সুখবর! বড় পদক্ষেপ ভারতীয় রেলের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রেল যাত্রীদের (Railway passengers) সুবিধার জন্য দুর্দান্ত পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways) দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল, প্রয়োজনের অনুপাতে মেইল এবং এক্সপ্রেস ট্রেনে নন এসি কোচের সংখ্যা খুব কম। আর সেই কারণে যাতায়াতের ক্ষেত্রেও রেল যাত্রীদের(Railway passengers) অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। এবার জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে(Indian Railways) ২৫০০ নন এসি কোচ তৈরি করতে চলেছে।

রেলের এসি কোচের কনফার্ম টিকিট থাকার পরেও সেই কোচে ভ্রমণ করতে পারেনি যাত্রীরা, এরকম অভিযোগ রয়েছে বেশ কিছু যাত্রীর। তার সঙ্গে সাম্প্রতিক রেল দুর্ঘটনা নিয়েও অনেকে অভিযোগ তুলেছেন। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও ভারতীয় রেলওয়ে(Indian Railways) যথেষ্ট গুরুত্বের সঙ্গে এবং দায়িত্ব সহকারে সারা দেশ জুড়ে দেশের এই লাইফ লাইনকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ফলে রেলের এই সাম্প্রতিক সিদ্ধান্তে উপকৃত হবেন যাত্রীরা।

আরও পড়ুনঃ বয়স্কদের জন্য সুখবর, রেল করতে পারে নতুন ঘোষণা

এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সমস্ত ট্রেনে সাধারণ কোচের অনুপাত দুই- তৃতীয়াংশ। আর এসি কোচের অনুপাত হয় এক-তৃতীয়াংশ। এই কম্পোজিশন মেনেই রেলওয়ের প্রক্রিয়া চলে। স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী যেকোনো মেইল ট্রেনে অন্তত চারটি নন এসি কোচ থাকতেই হবে। এবার ভারতীয় রেলওয়ে ১০ হাজার নতুন কোচ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, আরও ৫০ টি অমৃত ভারত ট্রেন তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ব রেলের পি আর ও জানিয়েছেন, ভারতীয় রেলের এই কোচ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে সমস্ত রেল যাত্রীরা উপকৃত হতে চলেছেন।