Indian Coast Guard: সন্দেহজনক অবস্থায় আটক 78 জন বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় কোস্ট গার্ড

Published On:

বিক্রম ব্যানার্জী: সমুদ্র পথে বাংলাদেশের দুটি সামুদ্রিক জাহাজসহ 78 জন বাংলাদেশিকে ভারতে ধরে নিয়ে আসার অভিযোগ তুলেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম। সম্প্রতি সেই পথ ধরেই বাংলাদেশি জেলেদের ওপার বাংলায় ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের(Indian Coast Guard) হাতে আটক হওয়া 79 জন বাংলাদেশিকে খুব শীঘ্রই নিজ দেশে পাঠাবে ভারত। বৃহস্পতিবার সেই তথ্য নিশ্চিত করেছে ওড়িশা পুলিশ।

বেশ কিছু সূত্র মারফত খবর, বঙ্গোপসাগর হয়ে ওড়িশার পথে দুই বাংলাদেশি জাহাজসহ 78 জন জেলে ও নাবিকদের আটক করে নিয়ে আসে ভারতীয় কোস্ট গার্ড। এবার তাদের বাংলাদেশের পথে রওনা দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করছে তারা। এ প্রসঙ্গে ওড়িশার পারাদ্বীপের ডিএসপি সন্তোষ কুমার জেনা জানিয়েছেন, বাংলাদেশিদের আটক করার পর গোটা বিষয়টি যাচাইয়ের জন্য উপকূল রক্ষীরা তাদের উড়িষ্যা পুলিশের কাছে হস্তান্তর করে।

ডিএসপি আরও জানান, গত পরশুদিন অর্থাৎ 10 ডিসেম্বর যে 78 জনকে আটক করা হয়েছিল, পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়। যাবতীয় জিজ্ঞাসাবাদের পর এবার তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, গত মঙ্গলবার বঙ্গোপসাগরে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইএমবিএল টহলরত অবস্থায় ভারতের সামুদ্রিক অঞ্চলে বাংলাদেশিদের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। এরপরই জলপথে দুটি বাংলাদেশি জাহাজসহ 78 জন বাংলাদেশিকে আটক করে ওড়িশায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হার, ভারতীয় মহিলা দলকে শাস্তি দিল আইসিসি