রাজীব ঘোষ: সারা বিশ্বজুড়ে শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে নিত্য নতুন উদ্ভাবনী ক্ষমতা তুলে ধরার জন্য আইআইটি খড়গপুর (IIT Kharagpur) এবং ইউনিভার্সিটি অফ লিডস(University of Leeds) একে অপরের হাত ধরল। ইতিমধ্যেই ইউনিভার্সিটি অফ লিডস(UOL) এর সঙ্গে একটি মৌ(MOU) চুক্তি স্বাক্ষর করেছে আইআইটি খড়গপুর। এই মৌ চুক্তিতে বিশ্বমানের দুই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে তিনটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এর উপরে শিক্ষাদান এবং গবেষণা করার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই তিনটি বিষয় হলো- সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট স্টাডিজ এবং বায়োলজিক্যাল সায়েন্স। যাতে এই দুটো প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং গবেষকরা এই মৌ চুক্তির ফলে উন্নতমানের গবেষণা ক্ষেত্রে আরও দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, সেই লক্ষ্যেই আইআইটি খড়গপুর এবং ইউ ওএল একত্রিত হয়েছে।
United Kingdom বা ব্রিটেনে অবস্থিত ইউনিভার্সিটি অফ লিডস বা ইউ ও এল একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। এই ইউনিভার্সিটিতে বিশ্বের ১৪০ টি দেশের প্রায় ৪০ হাজারের উপরে ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ের ওপর গবেষণায় যুক্ত রয়েছেন। ফলে সেই অভিজ্ঞতার সঙ্গে একসাথে সম্পর্কযুক্ত হতে পারবেন এবার আইআইটি খড়্গপুরের ছাত্র-ছাত্রীরা। এই প্রসঙ্গে আই আই টি খড়্গপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন প্রফেসর রবিব্রত মুখোপাধ্যায় বলেন, ইউ ও এল এর সঙ্গে আই আই টির মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দুই দেশের ছাত্র-ছাত্রী এবং গবেষকরাই উপকৃত হবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট স্টাডিজ এবং বায়োলজিক্যাল সায়েন্স। এই তিনটি বিষয়ে রিসার্চ করার জন্য যে সমস্ত রিসার্চাররা আইআইটি খড়্গপুরে রয়েছেন, তারা UOL এর কাছ থেকে বিশ্বমানের গবেষণার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবনী শক্তি অর্জন করতে পারবেন।
আরও পড়ুনঃ লাগামছাড়া দাম বাড়ানো বরদাস্ত নয়, জেলার বাজারগুলোতে হানা পুলিশ প্রশাসনের
লিডস ইন্টারন্যাশনাল পার্টনার কনফারেন্স অনুষ্ঠিত হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। এই কনফারেন্সে আই আই টি খড়গপুর এবার যুক্ত হতে চলেছে এবং সেখানে অংশগ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী এবং গবেষকরা নিত্য নতুন গবেষণার দিশা দেখতে পাবেন। আইআইটি খড়্গপুরের তরফে এমনটাই জানানো হয়েছে। এই মৌ চুক্তি প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ লিডসের (UOL) গ্লোবাল এনগেজমেন্ট ডিপার্টমেন্ট (Global Engagement Department) এর Dean অধ্যাপক ম্যানুয়াল বার্সিয়া জানান, আইআইটি খড়্গপুরের সঙ্গে এই মৌ চুক্তির ফলে ছাত্র-ছাত্রী এবং গবেষণারত পড়ুয়াদের কাছে বিশ্বমানের এক অনন্য দরজা খুলে গেল। এই চুক্তি ইউওএল এবং আইআইটি খড়গপুর দুই শিক্ষা প্রতিষ্ঠানকেই শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে শুধু শক্তিশালী করবে এমনটাই নয়, বিশ্ব মানচিত্রে নিত্য নতুন উদ্ভাবনী শিক্ষার পরিবেশ তৈরি, সৃজনশীলতা এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে শিক্ষামূলক মতবিনিময় এর মাধ্যমে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এগিয়ে যেতে পারবে। বার্সিয়া আরো বলেন, শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সাইন্স এবং ট্রান্সপোর্ট স্টাডিজের ওপরেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে আরো অন্যান্য বিষয়ে যাতে গবেষণামূলক কাজে দুই শিক্ষা প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে, সেই লক্ষ্যেই এগোনোর চিন্তাভাবনা করা হচ্ছে।