Gujarat: ট্রেন লাইনচ্যুত করতে ইউটিউব ভরসা! গুজরাটে গ্রেপ্তার দুই শ্রমিক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Gujarat: ট্রেন লাইনচ্যুত করে যাত্রীদের লুট করার ছক কষেছিলেন দুই শ্রমিক! আর ট্রেন লাইনচ্যুত করার বিদ্যা শিখতে ইউটিউবের শরণাপন্ন হয়েছিলেন তাঁরা। সৌভাগ্যক্রমে যদিও শেষমেশ সেই কাজে সফল হয়ে ওঠা হয়নি। বরং পুলিশ হাতে ধরা পড়ে এখন শ্রীঘরে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে গুজরাটে।

জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর বোতাড় শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কুন্ডলি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগ, ওখা-ভাবনগর এক্সপ্রেস লাইনচ্যুত করতে লাইনের উপর লোহার রেখে দেন অভিযুক্তরা। যদিও সৌভাগ্যক্রমে ট্রেন সেই টুকরোয় ধাক্কা দিলেও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। এরপরেই পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) যৌথ তদন্ত শুরু করে। জয়েশ নাগরভাই বাওয়ালিয়া এবং রমেশ কাঞ্জি সালিয়া নামে দুই শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ইউটিউবে ভিডিও দেখে ওখা-ভাবনগর এক্সপ্রেস লাইনচ্যুত করার পরিকল্পনা করে। তারা ট্রেন লাইনচ্যুত করে যাত্রীদের লুট করতে চেয়েছিল বলে অভিযোগ। ঋণ মেটাতেই তাদের এই ষড়যন্ত্র। সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড-সহ বেশ কিছু রাজ্য যখন রেললাইনের উপর কখনও গ্যাস সিলিন্ডার, কখনও সিমেন্টের ব্লক, কখনও আবার লোহার রড ফেলে রাখার ঘটনা ঘটেছে। ট্রেন লাইনচ্যুত করতে এমন পরিকল্পনায় শোরগোল তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে রেল ট্র‍্যাকগুলির নিরাপত্তা নিয়েও।