PM Scheme: বিদ্যুৎ ফ্রি, সঙ্গে ৭৮ হাজার টাকা! মুশকিল আসান কেন্দ্রের নয়া প্রকল্প

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

কেন্দ্রের নয়া প্রকল্প (PM Scheme) হতে পারে মুশকিল আসান! প্রধানমন্ত্রীর এই নতুন প্রকল্প (PM Scheme) পকেটের সঙ্গে বাঁচাবে পরিবেশও। মাস শেষ হলেই অন্যান্য খরচের সঙ্গে সাধারণ মানুষের মাথায় চিন্তা চলতে থাকে, বিদ্যুতের বিল এবার কত আসতে পারে? আর এই মুহূর্তে যেভাবে বিদ্যুতের বিল বেড়ে চলেছে, তাতে একেবারে সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর মানুষ সকলেই যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। এবার সেই বিদ্যুতের বিলই কমানোর দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget) সাধারণ মানুষকে বিদ্যুৎ ক্ষেত্রে কিভাবে স্বস্তি দেওয়া যায় সেই ব্যাপারে উল্লেখযোগ্য পদক্ষেপ এর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

PM Scheme এর এই প্রকল্পটির নাম- প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা (PM Surya Ghar Muft Bijli Yojana) এই প্রকল্পের মাধ্যমে মূলত অপ্রচলিত বিদ্যুৎশক্তিকে ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে রুফটপ সোলার ইনস্টলেশন করা হবে। তবে সমস্ত মানুষ যে এই প্রকল্পের অধীনে আসবেন তেমনটা নয়। যারা মাসে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকেন, পাশাপাশি ৩ কিলোওয়াট এর বেশি বড় সিস্টেমের জন্যই এই প্রকল্প প্রযোজ্য।

কেন্দ্রীয় সরকার সৌর বিদ্যুতের (Solar Energy) উপরে গুরুত্ব দিতে চাইছে। সারাদেশে ১ কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যারা এই প্রকল্পের সুবিধা নেবেন, তাদের যাতে কোনোরকম টাকা পয়সার সমস্যা না হয়, তার জন্য সহজ শর্তে এবং তুলনামূলক অত্যন্ত কম সুদে ব্যাংক ঋণ দেওয়া হবে। একই সঙ্গে যাদের বাড়িতে এই সৌর প্যানেল বসানো হবে, তারা কেন্দ্রীয় সরকারের তরফে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি বা সাবসিডি হিসেবে পাবেন।

এবার জেনে নেওয়া যাক, কারা পেতে পারেন এই সুবিধা? প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার জন্য ভারতীয় নাগরিক হতে হবে। সাধারণত দেশের গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্যই কেন্দ্র এই প্রকল্প চালু করেছে। যিনি আবেদন করবেন, তার পরিবারের বার্ষিক আয় ১ লাখ থেকে দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে। পাশাপাশি, আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরিতে যুক্ত থাকতে পারবেন না। পরিবারের কেউ আয়কর দাতা হিসেবে প্রমাণিত হলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনের সময় আধার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, মোবাইল নম্বর, বিদ্যুৎ বিল এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জমা দিতে হবে।

আরও পড়ুনঃ আবারও ট্রেন দুর্ঘটনা! দাউদাউ করে জ্বলছে আগুন

কিভাবে আবেদন করবেন?
১. প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার সরকারি ওয়েবসাইট pmsuryaghar.gov.in তে Homepage-এ যাওয়ার পরে Apply for Rooftop Solar অপশনে ক্লিক করতে হবে।
২. তারপরে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. মোবাইল নম্বর দিয়ে OTP যথাস্থানে বসাতে হবে।
৪. রাজ্য, জেলা, কোন সংস্থার গ্রাহক, বিদ্যুতের কনজিউমার নম্বর এবং নাম লেখার পরে ইলেকট্রিক বিল এবং যেখানে সোলার প্যানেল বসানো হবে সেই জায়গার ছবি আপলোড করে সাবমিট করতে হবে।
৫. এরপর নির্দেশিত অন্যান্য তথ্যগুলি সেগুলি যথাযথভাবে দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।