বিক্রম ব্যানার্জী: গন্তব্যের পথে কাল হলো জিপিএস(GPS)। ম্যাপে দেখানো পথ অনুসরণ করে নির্দিষ্ট ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 3 আরোহী। জিপিএস(GPS) দেখে নির্মানাধীন ব্রিজের ওপর দিয়েই গাড়ি চালাচ্ছিলেন চালক, কয়েক মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান নদীতে। ভয়াবহ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বাদুয়ান জেলার ডাটাগঞ্জ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের বরেলী থেকে বাদুয়ান জেলার ডাটাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 3 আরোহী। জিপিএসের নির্দেশ মেনে খালপুর-ডাটাগঞ্জ হাইওয়ে ধরে চলছিল গাড়ি। গন্তব্যে যাওয়ার আগেই জিপিএস ম্যাপ অনুযায়ী পার হতে হত ব্রিজ। সেই নির্দেশ মেনে চালকও গাড়ির চাকা তুলে দেন বহু আগে বন্যায় ভেঙে পড়া নির্মানাধীন ব্রিজের ওপর। গাড়ি কিছু দূর ঠিকঠাক গড়ালেও ব্রিজের ভাঙা অংশের সাথে ধাক্কা লেগে গাড়িটি নদীতে পড়ে যায়। মর্মান্তিক দুর্ঘটনায় চালকসহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে খবর, চলতি বছর ভয়াবহ বন্যার কারণে ব্রিজের সামনের অংশ নদীতে তলিয়ে যায়। যার ফলে যাতায়াতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছিল যাত্রীদের। এরপরই প্রশাসনের তৎপরতায় ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। তবে জিপিএসে সেই তথ্য আপডেট করা ছিল না। ফলত, জিপিএসের দেখানো পথ অনুসরণ করে চালকের অজ্ঞতার কারণে ব্রিজ থেকে 50 ফুট নিচে রামগঙ্গা নদীতে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাদুয়ান ও বরেলী থানার পুলিশ। চালকসহ 3 জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়। সূত্রের খবর, ব্রিজ যে নির্মাণাধীন তা না জানার কারণে গাড়িটি বেশ দ্রুতগতিতেই চালিয়েছিলেন চালক।
আরও পড়ুন: আইপিএল 2025 মেগা নিলাম শুরু হতেই প্রথম খেলোয়াড় হিসেবে ভারতীয় পেসারের দাম উঠল 18 কোটি