Firing at Train: ভদ্রকে ট্রেন লক্ষ্য করে গুলি, আতঙ্ক নন্দনকানন এক্সপ্রেসে

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Firing at Train: ওড়িশার (Odisha) ভদ্রকে (Bhadrak) চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি চালনার (Firing at Train) অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে নন্দনকানন এক্সপ্রেসে (Nandankanan Express)। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ট্রেনে। যদিও রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। কিন্তু চলন্ত ট্রেনের উপর একের পর এক হামলার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ রেলযাত্রীরা।

জানা গিয়েছে, ১২৮১৬ পুরী-আনন্দবিহার নন্দনকানন এক্সপ্রেস সকাল ০৯:২৫ নাগাদ ভদ্রক স্টেশন ছেড়ে যায়। এরপর ট্রেনের গার্ড ট্রেনের গার্ড ভ্যানের জানলায় কোনও বস্তুর আঘাত লক্ষ্য করেন। কোনও বস্তু ট্রেনের জানলা ভেদ করে গিয়েছিল। আঘাতটি গুলির বলেই মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, গুলিচালনার ঘটনাটি সকাল ০৯:৩০ নাগাদ ওড়িশার ভদ্রক-বাউদপুর সেকশনের মাঝে ঘটেছে।

Firing at Train: ভদ্রকে ট্রেন লক্ষ্য করে গুলি, আতঙ্ক নন্দনকানন এক্সপ্রেসে

ভদ্রকে ট্রেনে লক্ষ্য করে গুলি

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে চলন্ত ট্রেনে বিভিন্ন হামলার ঘটনার ঘটেছে। কখনও স্টোনচিপস, কখনও ভারী ধাতব বস্তু ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, ট্রেনের স্লিপারের মাঝে কিছু ফেলে রাখার, রেল লাইনের স্ক্রু আলগা করে দেওয়ায়। এমনকি বিস্ফোরক পদার্থ রেখে যাওয়ার অভিযোগও নতুন নয়। কিন্তু সাম্প্রতিক ঘটনা আরও গুরুতর। ভদ্রকে চলন্ত নন্দনকানন এক্সপ্রেস লক্ষ্য করে ‘গুলি’ চালানোর অভিযোগ। চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি চালনার ঘটনাটি হামলা হিসাবেই দেখছে রেল। নন্দনকানন এক্সপ্রেসে এই হামলার অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি। যাত্রীরা সুরক্ষিত আছেন বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।