Extramarital Affair: শাশুড়ির সঙ্গে জামাইয়ের প্রেম, ঘর ছাড়লেন যুগল

Last Updated:

কথায় আছে প্রেম কোন বয়স মানে না। সম্প্রতি উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দারা সাক্ষী থাকলেন এমনই এক ঘটনার। বছর চল্লিশের এক মহিলা প্রেমে পড়লেন তার থেকে ১৩ বছরের ছোট জামাইয়ের। না, প্রেমকাহিনীর (Extramarital Affair) এখানেই শেষ নয়। স্ত্রীকে রেখে প্রেমের টানে ঘর ছাড়লেন সেই জামাই।

জানা গেছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনায় পুলিশে ডায়েরি পর্যন্ত হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে মা এবং স্বামীর সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করেছিলেন স্ত্রী। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বাগবিতন্ডাও হয় তার। তবে কোন বাধা মানেননি ওই ব্যক্তি এবং তার শাশুড়ি। জমে উঠতে তাদের প্রেমালাপ। শেষপর্যন্ত ব্যাংকে যাবার নাম করে ঘর ছাড়েন তারা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওই প্রেমিক যুগলের খোঁজ করছে। খোঁজ মিললে তাদের বুঝিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করা হবে