Dipabali 2024: দীপাবলি(Dipabali 2024) উপলক্ষ্যে, অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ ‘এক দিয়া রাম কে নাম’ কর্মসূচি শুরু করেছে। এবার দেশে এবং বিদেশে বসবাসকারী ভক্তরাও ঘরে বসে অনলাইনে প্রদীপ জ্বালাতে(Light a lamp) পারেন। এই কর্মসূচির মাধ্যমে ভক্তরা অযোধ্যার আলোক উৎসবের অংশ হতে পারবেন। বিনিময়ে তাঁদের প্রসাদও পাঠানো হবে। প্রসাদ তৈরি করবে উত্তরপ্রদেশ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন।
কীভাবে এই সুযোগ পাবেন?
প্রদীপ দান করতে ইচ্ছুক ভক্তরা http://www.divyaayodhya.com/bookdiyaprashad লিঙ্কে গিয়ে তাঁদের অংশগ্রহণ নিবন্ধন করতে পারেন। এ প্রসঙ্গে, অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান অশ্বনী কুমার পান্ডে বলেছেন যে এই উদ্যোগ সেই সমস্ত ভক্তদের জন্য যারা দীপোৎসব উপলক্ষে অযোধ্যায় আসতে পারেন না কিন্তু তাঁদের অনুভূতি প্রকাশ করতে চান। ভারত সহ বিদেশের ভক্তরা অযোধ্যায় অনুষ্ঠিতব্য আলোর এই মহা উৎসবের অংশ হতে পারেন, যার বিনিময়ে তাঁদের প্রসাদ পাঠানো হবে।
দীপাবলির(Dipabali) ব্যাপক প্রস্তুতি চলছে
প্রতি বছর অযোধ্যায়, দীপাবলি উপলক্ষে সর্যু নদীর তীরে আলোর একটি মহৎ উৎসবের আয়োজন করা হয়। এ বছরও 30 অক্টোবর অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে। অবধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ রাম মনোহর লোহিয়ার নির্দেশে, দীপাবলির উৎসব আয়োজনের জন্য 22টি কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. প্রতিভা গয়ালের সভাপতিত্বে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে, যেখানে নোডাল অফিসার হলেন অধ্যাপক ড. সন্ত শরণ মিশ্র সহ 20 জন সদস্য। তাঁরাই এই অনুষ্ঠানের তত্ত্বাবধান করবেন।
আরও পড়ুনঃ বদলে গেল ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম, টিকিট কাটার আগে জেনে নিন
এ প্রসঙ্গে, দীপাবলি উৎসবের নোডাল অফিসার প্রফেসর ড. সন্ত শরণ মিশ্র বলেন, রাম কি পৌড়ির 80 শতাংশ চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। সর্যু ঘাটে প্রদীপ জ্বালানোর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে বলে আশা করা হচ্ছে। 55টি ঘাটে মোট 28 লক্ষ প্রদীপ জ্বালানো হবে। এ অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও সফল করতে প্রতিবছরের মতো এবারও আলোর উৎসব যেন ঐতিহাসিক হয়ে উঠতে পারে, সেজন্য ব্যপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।