Cyber Fraud: দেড় কোটি টাকা গায়েব, মুনাফার ফাঁদে প্রতারিত মহিলা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Cyber Fraud: শেয়ারবাজারে বিনিয়োগ করে বিপুল মুনাফা অর্জনের প্রলোভন দেখিয়েছিল সাইবার প্রতারকরা(Cyber Fraud)। এইভাবেই এক মহিলা সহ দুই জনকে 1 কোটি 40 লক্ষ টাকার প্রতারণা(Cyber Fraud) করেছেন তাঁরা। এ বিষয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে, সেক্টর-75-এর গল্ফ অ্যাভিনিউ সোসাইটির মহিলা বলেছেন, কয়েক মাস আগে, তাঁকে E-101 Blackrock Stock Club নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুক্ত করা হয়েছিল। অধ্যাপক কপিল, তাঁর মহিলা সহকারী ইলাদা এবং আর্থিক ব্যবস্থাপক বালা এবং অন্যান্যরা এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ইলাদা নামে এক মহিলা হোয়াটসঅ্যাপে লেনদেনের জন্য কপিলের (অ্যাডমিন) পক্ষে আলাদাভাবে কথা বলতেন। এরপর বিনিয়োগের জন্য ভুক্তভোগীর মোবাইলে ডাউনলোড করানো হয় একটি অ্যাপ। এই অ্যাপে শেয়ারবাজারে বিনিয়োগ করে মুনাফা অর্জনের ট্রেনিং দেওয়া হয়।

আরও পড়ুনঃ মানিক ভট্টাচার্যের জামিন নিয়োগ দুর্নীতি মামলায়

প্রতিদিন সকালে ক্লাস নিতেন

কপিল প্রতিদিন সকাল 9টায় ভিডিও কলে শেয়ার মার্কেট এবং শেয়ার ট্রেডিং ক্লাস নিতেন। এদিকে শেয়ারের উত্থান-পতন নিয়ে সকল সদস্য আলোচনা করতেন। এর পরে, মহিলাটি প্রতারকদের বিশ্বাস করে বসেন। তাঁদের প্রস্তাবিত সংস্থায় কিছু পরিমাণ বিনিয়োগও করেন, তাতে তিনি লাভও করেছন। মহিলা যখন অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলে নেন, তখন তাঁর মনে হয় যে তিনি বিনিয়োগে প্রচুর মুনাফা পেতে পারেন এবং গ্রুপের সাথে যুক্ত অধ্যাপকরা নিখুঁত ট্রেনিং দিচ্ছেন। এরপর তিনি কয়েক কিস্তিতে প্রায় 1 কোটি টাকা বিনিয়োগ করে বসেন।

আরও পড়ুনঃ লিগ নিয়ে চিন্তায় মোহনবাগান, সুপার সিক্স ম্যাচে কতটা তৈরি ইস্টবেঙ্গল?

পুলিশের কাছে অভিযোগ

ওই মহিলার ডাউনলোড করা অ্যাপে বিনিয়োগ করা পরিমাণে লাভও দৃশ্যমান ছিল। এবার তিনি টাকা তোলার চেষ্টা করলে তাকে আরও টাকা বিনিয়োগের জন্য চাপ দেওয়া হয়। তিনি অস্বীকার করলে প্রতারকরা ওই মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। টাকাও আসে না হাতে। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন তিনি। প্রতারকরা 2 মে ওই নারীর সাথে যোগাযোগ করে এবং কয়েক মাস ধরে চলছিল এই প্রতারণার(Cyber Fraud) খেলা। খোঁজ নিয়ে জানা গিয়েছে, যে দলে তাকে যুক্ত করা হয়েছিল সেখানে ঠগ গ্যাংয়ের সব সদস্যই ছিল।