Congress Leader: ট্রাম্পের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: কমলা হ্যারিসকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ইজরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ বিভিন্ন দেশের উচ্চ পদস্থরা। এদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় কাল থেকেই আমেরিকায় চলছে জয় উল্লাস। এহেন আবহে ট্রাম্পের জয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা(Congress Leader) তথা প্রাক্তন কূটনীতিক মণিশঙ্কর আইয়ার। ট্রাম্পের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: দুঃসময়ের মধ্যেই খুশির খবর পাকিস্তানে! আইসিসির র‍্যাংকিং লিস্টে রোহিতকে ছাপিয়ে শীর্ষে বাবর আজম

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীর জয়ের প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি বিরোধী নেতা তথা জাতীয় কংগ্রেসের অন্যতম সৈনিক মণিশঙ্কর বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের মতো সন্দেহজনক চরিত্রের একজন ব্যক্তির বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত হয়নি।’ কংগ্রেস নেতা ক্ষোভ উগরে দিতে আরও জানান, ‘এমন চরিত্রের একজন ঘৃণ্য মানুষ যিনি পতিতাদের কাছে যান, এমনকি তার কুকর্মের বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য অর্থ দেন তাকেই প্রেসিডেন্ট নির্বাচন করা হল।

এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ট্রাম্প এমন একজন ব্যক্তি যার নামে 34টি অভিযোগ দায়ের হয়েছে এবং সবগুলিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তা সত্ত্বেও একজন অপরাধীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হল, এই ঘটনা বিশ্বের জন্য ভাল নয়।’ ডোনাল্ড ট্রাম্পের নিন্দায় সরব হলেও এদিন ডেমোক্র্যাট প্রার্থী কমলার জন্য দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর। বলেন, ‘কমলা হ্যারিস নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে প্রেসিডেন্টের সিংহাসনে বসতেন। এছাড়াও ভারতের প্রথম রাজনীতিবিদ হিসেবে প্রেসিডেন্ট হতেন। কমলা জিতলে একটা ভাল পদক্ষেপ হতে পারত। তবে তিনি পরাজিত হলেও অল্প সময়ের মধ্যে নির্বাচনী প্রচারে দুর্দান্ত পারফর্ম করেছেন।’