বিক্রম ব্যানার্জী: ধুন্দুমার পরিস্থিতি জম্মু ও কাশ্মীর বিধানসভায়(J&K Assembly)। পিপলস ডেমোক্রেটিক পার্টির সদস্য ওয়াহিদ উর রহমান পাড়া 370 ধারা বাতিলের বিরোধিতা করে জম্মু ও কাশ্মীরের মর্যাদা পুনরায় ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানালে তার বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ভারতীয় জনতা পার্টির বিধায়করা। এরপরই দুই পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ থেকে অ্যাসেম্বলি জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
ওয়াহিদ পড়ার 370 ধারা ফিরিয়ে আনার বক্তব্যকে এক জোটে নিশানা করে বিজেপির বিধায়কদের দাবি, পড়ার মন্তব্য বাতিল করা হবে। এবং বিধানসভার আইন ও নিয়ম লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তবে এই বিশেষ মন্তব্যের জন্য বিজেপির কটাক্ষের মুখে পড়লেও পিডিপি প্রধান মেহবুবা মুফতি বিধানসভায় দাঁড়িয়ে পাড়ার 370 ধারা বাতিলের বিরোধীদাকে সমর্থন করেছেন। X মাধ্যমে পিডিপি প্রধান লিখেছেন, ‘370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে জম্মু ও কাশ্মীর বিধানসভায় প্রস্তাব পেশ করার জন্য ওয়াহিদ পাড়ার প্রতি আমরা গর্বিত। ঈশ্বর তার মঙ্গল করুক।’
আরও পড়ুন: ফুটবলে দাপট অব্যাহত উত্তর কোরিয়ার মেয়েদের! 42 দিনের মধ্যে ঘরে এল দ্বিতীয় বিশ্বকাপ