Champai Soren: বিজেপিতে যোগ দিতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী চম্পাই সোরেন?

Published On:

জমি দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে ইডির হাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছিলেন। তার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দায়িত্ব দিয়ে যান চম্পাই সোরেনকে(Champai Soren)। তবে ফের জামিন পাওয়ার পরেই ফিরে চম্পাই সোরেন এর কাছ থেকে দায়িত্ব কেড়ে নেন হেমন্ত সোরেন।

এবার দেখা গেল, চম্পাই সোরেন(Champai Soren) বিজেপিতে(BJP) যোগ দিতে চলেছেন। এরকম জল্পনা-ই ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর অনুযায়ী, আজ রবিবারই বিজেপিতে যোগ দিতে পারেন। দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং বিজেপি(BJP) নেতা শিবরাজ সিং চৌহানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

জেএমএম এর ৪/৫ জন বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল, জে এম এম ছাড়তে পারেন চম্পাই সোরেন। বিজেপিতে যোগ দিতে পারেন। জানা গিয়েছে, শনিবার রাতেই কলকাতায় আসেন চম্পাই সোরেন। আর রবিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সময় লাগবে আরও কম! দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের কাজ জোর কদমে

তার সঙ্গে বেশ কয়েকজন জেএমএম বিধায়ক রয়েছেন। দিল্লিতে গিয়ে চম্পাই সোরেন বিজেপির(BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। দুপুর তিনটে নাগাদ বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন তিনি। আর এর ফলে ঝাড়খণ্ডের রাজনীতির পটভূমিকার সম্পূর্ণ ছবি বদলে যেতে পারে।