রাজীব ঘোষ: বাজারে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি। একদিকে নিত্যব্যবহার করার জন্য রান্নার গ্যাসের দাম বাড়ছে, অন্যদিকে বাজারে গিয়ে শাকসবজি থেকে শুরু করে কোন কিছুতে হাত দেওয়ার মত পরিস্থিতি নেই। যেন আগুনের ছ্যাকা লাগছে। আর এরকম একটা পরিস্থিতিতে গোদের উপর বিষ ফোঁড়ার মতো দেশবাসীকে নতুন সমস্যায় ফেলে দিয়েছে টেলিকম কোম্পানিগুলো। তাদের মোবাইল রিচার্জ এর প্ল্যান এর দাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যেহেতু মোবাইল এখন মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। তাই এই মোবাইল রিচার্জের প্ল্যান বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়ার ফলে মানুষ যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে। ৩ জুলাই ২০২৪ থেকে VI, Airtel, Reliance Jio-র মত টেলিকম কোম্পানিগুলি তাদের প্রিপেইড এবং পোস্টপেইড দুই ক্ষেত্রেই রিচার্জ প্ল্যান(Recharge Plan) এর দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতে BSNL নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান।
আরও পড়ুনঃ শ্রাদ্ধবাড়ি, শ্মশানযাত্রার পর ভাইরাল নবদম্পতির ফুলশয্যার ভিডিও, কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
আর এই পরিস্থিতিতে দেশবাসীকে একটু স্বস্তি দিতে এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL কিভাবে খুবই কম খরচের মধ্যে দেশবাসীর কাছে রিচার্জ প্ল্যান পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলের। একেবারে সস্তা থেকে প্রিমিয়াম.. স্বল্পমেয়াদি থেকে দীর্ঘ মেয়াদী, আপনি যে ধরনের রিচার্জ করতে চান, সেই ধরনের প্ল্যান পাবেন। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য, এই মোবাইল রিচার্জ প্ল্যানিংয়ের দর বৃদ্ধির সময়ে মাত্র ৯১ টাকায় ৯০ দিনের ভ্যালিডিটিসহ একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে BSNL যা তোলপাড় ফেলে দিয়েছে।
বিএসএনএলের মাত্র ৯১ টাকার রিচার্জ প্ল্যানে পাচ্ছেন ৯০ দিনের বৈধতা বা Validity একেবারে ১০০ টাকার কম খরচ করেই ৯০ দিনের জন্য অর্থাৎ ৩ মাসের জন্য আপনার বিএসএনএল সিম সক্রিয় রাখতে পারছেন। এর আরও একটি বড় সুবিধা হল, যদি বিএসএনএল এর আপনার নম্বরে কোনো রিচার্জ প্ল্যান নাও থাকে, তবুও আপনি ইনকামিং কল এবং মেসেজ পাবেন। তবে অবশ্য সেক্ষেত্রে যদি আউটগোয়িং কল করতে চান, তাহলে টকটাইম প্যাক নিয়ে কল করতে পারেন। প্রতি সেকেন্ডে দিতে হবে মাত্র ১.৫০ পয়সা। এই প্ল্যানটি এই মুহূর্তে সবথেকে সস্তায় দীর্ঘমেয়াদী একটি রিচার্জ প্ল্যান বলা যেতে পারে।