রাজীব ঘোষ- দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড এবার ঘুরে দাঁড়াতে দাঁড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে। সরকারি টেলিকম সংস্থা হলেও BSNL এখনো পর্যন্ত 4G Network দেশের সমস্ত জায়গায় সামগ্রিকভাবে চালু করতে পারেনি। তবে ধীরে ধীরে তা আপডেট করা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের বহু গুরুত্বপূর্ণ জায়গায় 4G নেটওয়ার্ক চালু করে দিয়েছে বিএসএনএল। আর এর ফলে যারা BSNL এর গ্রাহক হবেন, তারা সস্তায় বি এস এন এল এর মোবাইল রিচার্জ প্ল্যান পরিষেবা পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ এবার Jio, Airtel,VI বাদ,জলের দরে BSNL প্ল্যান, লাইন দিয়ে ছুটছেন গ্রাহকেরা
আর বিএসএনএলের এই দুর্দান্ত পরিস্থিতি করে দিয়েছে বেসরকারি টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, এয়ারটেল আর ভোডাফোন- আইডিয়া। তারা ৩ জুলাই ২০২৪ থেকে তাদের ট্যারিফ প্ল্যান একেবারে এক ধাক্কায় ১১ শতাংশ থেকে ২৫ শতাংশে বাড়িয়ে দিয়েছে। আর এরপরেই হু হু করে গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে। ফলে জিও, এয়ারটেল এবং ভোডাফোন থেকে অধিকাংশ গ্রাহক ধাপে ধাপে BSNL এ তাদের নম্বর পোর্ট করতে চলেছেন। আর সেখানেই বেসরকারি টেলিকম কোম্পানির গ্রাহকরা সরকারি টেলিকম সংস্থার পরিষেবা নিতে শুরু করে দিয়েছেন।
একেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন চালু করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তার উপরে তাদের পকেট ফাঁকা করার জন্য উঠে পড়ে লেগেছে এই টেলিকম কোম্পানি Jio, Airtel আর VI-এর মত সংস্থা। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন BSNL এবং MTNLকে প্রযুক্তিগত আপডেট এবং পরিকাঠামো ক্ষেত্রে আরও উন্নতির জন্য ব্যাপক পরিমাণ ঢাকা বরাদ্দ করেছেন। আর এর পরেই যেন বিএসএনএল এর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে, তাতে জুলাই মাসের প্রথম ১৫ দিনেই বিভিন্ন বেসরকারি টেলিকম কোম্পানিগুলি থেকে ১৫ লক্ষ গ্রাহক এর মধ্যেই বিএসএনএলের প্ল্যান নিতে শুরু করেছেন।
দেশ জুড়ে 4G নেটওয়ার্ক খুব সস্তায় এবার দিতে চলেছে বিএসএনএল। এতদিন পর্যন্ত ফোরজি নেটওয়ার্ক পাওয়ার ক্ষেত্রেও বিএসএনএলের প্রযুক্তিগত আপডেট বা সেই পরিকাঠামো চালু করা যায়নি। কিন্তু এবার বাজেটে BSNL এর জন্য বরাদ্দ বাড়ায় তাদের এই প্রযুক্তিগত আপডেটের কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে কয়েকদিনের মধ্যেই সারা দেশ জুড়ে খুবই সস্তায় বিএসএনএল 4G নেটওয়ার্ক পরিষেবা গ্রাহকদের দিতে পারবেন। আর আগামী দিনে অনুমান করা হচ্ছে, জিও, এয়ারটেল আর ভোডাফোন থেকে গ্রাহক সংখ্যা কমতে শুরু করে দেবে, আর বাড়তে থাকবে বিএসএনএলের গ্রাহক সংখ্যা।