Bomb Threat: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক! রুশ ভাষায় হুমকি এলো ভারতে

Published On:

বিক্রম ব্যানার্জী: রুশ ভাষায় উড়ো চিঠি এলো ইমেইলে। লেখা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি অজ্ঞাত এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর তরফে এমনই বার্তা(Bomb Threat) পেয়েছেন আরবিআইয়ের নব নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রা। তাঁর অফিসিয়াল মেইল আইডিতে রুশ ভাষায় হুমকি(Bomb Threat) মিশ্রিত সতর্কবার্তা পাঠানো হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

বোমা হামলার হুমকি প্রসঙ্গে মুম্বই পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদ্য নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার নিজস্ব অফিসিয়াল মেইল আইডিতে রুশ ভাষায় একটি লিখিত সতর্কবার্তা আসে। যেখানে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। অজ্ঞাত মেইল আইডি থেকে আসা হুমকি মিশ্রিত বার্তা প্রসঙ্গে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে মামলা। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করার পরই জোড়কদমে চলছে তদন্ত।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বোমা হামলার হুমকি এটাই প্রথম নয়। এর আগে গত 16 নভেম্বরেও সমগোত্রীয় হুমকি এসেছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের তরফে। সেই মেইলটিও পৌঁছায় আরবিএই-এর অফিসিয়াল ওয়েবসাইটের মেইল আইডিতে। বিষয়টি জানার পরই তৎক্ষণাৎ অভিযোগ দায়ের করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বলা বাহুল্য, আরবিআই ছাড়াও দিল্লির একাধিক স্কুলে শুক্রবার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি এসেছে স্কুলগুলির ইমেইলে। যার মধ্যে রয়েছে, দিল্লি পাবলিক স্কুল, সাওয়ান স্কুল, কেমব্রিজ স্কুলসহ মর্ডান স্কুলের মত নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। জানা গিয়েছে, হুমকির পরই স্কুলগুলির তরফে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের কাছে ঝুঁকতে হলো পুষ্পাকে! গ্রেফতার দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন