Rahul Gandhi: আমার খুব কাছে চলে আসেন রাহুল, অস্বস্তি হচ্ছিল! কংগ্রেস নেতার বিরুদ্ধে অশোভনীয় আচরণের অভিযোগ বিজেপির মহিলা সাংসদের

Published On:

বিক্রম ব্যানার্জী: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন নাগাল্যান্ডের মহিলা বিজেপি সাংসদ এল ফাঙ্গনন কোনয়াক। অভিযোগ, রাহুল তাঁর খুব কাছে চলে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন তিনি। সেই সাথে রাহুলের বিরুদ্ধে অশোভনীয় আচরণেরও অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী।

রাজিব পুত্রের বিরুদ্ধে অসংযত আচরণের অভিযোগ এনে বৃহস্পতিবার সংসদে রাজ্যসভার বিজেপি সাংসদ জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আজ আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। মকর দ্বারের ঠিক নিচে দাঁড়িয়ে ছিলাম আমি। সেই সময়ে আমার সাথে যে ঘটনা ঘটেছে তাতে আমি সত্যিই খুব ভেঙে পড়েছি।

এরপরই রাহুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কোনয়াক। বিজেপি সাংসদ বলেন, আজ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমার খুব কাছে চলে আসেন। তখন আমার অত্যন্ত অস্বস্তি লাগছিল। একজন দলীয় নেতার এই ধরনের আচরণ কখনই শোভা পায় না। বিষয়টা এমন নয় যে আমি নিজেকে রক্ষা করতে পারতাম না। কিন্তু এটা কেন? এই কাজ সত্যিই শোভা পায় না।

যে কংগ্রেস নেতার সাদা কাপড়ে আজ পর্যন্ত কাদা ছুড়তে পারেননি কোনও নারী, এবার সেই পোশাকেই কালো দাগ ছেটালো বিজেপি সাংসদদের গুরুতর অভিযোগ। রাহুলের বিরুদ্ধে এহেন অভিযোগ যে রাজনৈতিক চাপানউতোরের জন্ম দেবে এ কথা বলাই যায়। যদিও বিজেপি নেত্রীর অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত পাল্টা কোনও মন্তব্য করেননি রাহুল।

আরও পড়ুন: Threads ব্যবহারকারীর সংখ্যা 30 কোটি ছাড়াল, আবেগি জাকারবার্গ