বিক্রম ব্যানার্জী: সময়টা 1947 সালের দেশভাগ। ঠিক এই সময়ে সিলেটের করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড় ভেঙে আসাম (Assam)রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তবে এর বহু আগে 1919 সালে সিলেট ভ্রমনে এসে তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরই অঞ্চলটির শান্ত ও স্নিগ্ধ রূপ কবি মনে সিলেটের নতুন নামের জন্ম দিয়েছিল। নাম রেখেছিলেন শ্রীভূমি। যা বর্তমানে করিমগঞ্জ(Karimganj) নামে পরিচিত। তবে এবার রবীন্দ্রনাথকে সম্মান জানাতে সেই নাম পরিবর্তন করে আবারও শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত আসামের(Assam) সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন।
রবীন্দ্রনাথের দেওয়া নাম শ্রীভূমিকে এগিয়ে রেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, করিমগঞ্জ নামের কোনও বাস্তবিক অস্তিত্ব নেই। আসামে এই নামের ঐতিহাসিক অস্তিত্বও খুঁজে পাওয়ার দুষ্কর। কিন্তু শ্রীভূমির সঙ্গে ইতিহাস এবং রবী স্মৃতি জড়িয়ে আছে। তাই করিমগঞ্জ নাম বদলে কবিগুরুর নামকেই স্বীকৃতি দেওয়া হবে। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে আসামের মুখ্যমন্ত্রী লেখেন, আজ থেকে প্রায় 100 বছর আগে সিলেট ভ্রমণে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি- মা লক্ষীর ভূমি আখ্যা দিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই রাজ্যের সাধারণ মানুষ করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি নাম রাখার দাবি তুলছিল। এবার আসাম মন্ত্রিসভা তাদের সেই দাবিকেই পূরণ করছে। করিমগঞ্জ জেলার ম্যাপ ও রবীন্দ্রনাথের ছবিসহ একটি পোস্টার নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে এই মন্তব্য করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
প্রসঙ্গত, আসামের করিমগঞ্জ জেলায় প্রায় 56 শতাংশ মুসলিম জনগণের বাস। আর এই মুসলিম সম্প্রদায়কে বারংবার নিশানায় এনে নানান মন্তব্য করেছে বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিরোধী ও মুসলিম নেতারা জানিয়েছেন, জেলায় করিম নাম যুক্ত থাকায় আপত্তি রয়েছে বিজেপির। কেননা করিম নাম শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। তাই জেলার নাম হিসেবে মুসলিম নামকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের শ্রীভূমিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও অতীত ঘাটলে দেখা যাবে, ক্ষমতায় আসার পর থেকে যেসব রাজ্যগুলি বিজেপি শাসিত সেই সব রাজ্যের শহর, জেলা ও গ্রামগুলির নাম পাল্টে পছন্দের নাম রেখেছে বিজেপি সরকার।
মূলত যেসব জায়গায় মুসলিম নামের ছোঁয়া রয়েছে। উদাহরণ হিসেবে, উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ করা হয়েছে। একইভাবে রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত মোগল গার্ডেন এখন অমৃত উদ্যান নামে পরিচিত। এভাবেই দেশের বিভিন্ন রাজ্যে মুসলিম নামাঙ্কিত অঞ্চল গুলির নাম বদলে ফেলেছে বিজেপি। আর সেই সূত্র ধরেই করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নিয়েছে আসামের সরকার। এমনটাই মনে করছেন সমাজের সুবুদ্ধি সম্পন্নদের একটা বড় অংশ।