BJP Criticises: অলিতে-গলিতে যুব সভাপতি! উঠতি রাজনীতি নিয়ে বড় কটাক্ষ বিজেপির প্রাক্তন সেক্রেটারির

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

BJP Criticises: রাজনীতি এখন বাংলার ঘরে ঘরে। রাজা হয়ে শাসন করতে চান সকলেই। নিজেদের, রাজনৈতিক বোধকে কাজে লাগিয়ে প্রত্যেকেই প্রায় নেমে পড়েছেন রাজনীতির ময়দানে। বাংলার বিনোদন ইন্ডাস্ট্রিও পিছিয়ে নেই। তাবড় তাবড় অভিনেতারা এখন রাজ্যের একাধিক জেলার বড় বড় নেতা। রাজ্যের শাসক দলের পাশাপাশি অন্যান্য সক্রিয় দলের ক্ষেত্রেও একই ব্যাপার নজরে। এবার এই পুরো সিস্টেমকেই ভাষার আড়ালে কটাক্ষ করে বসলেন বিজেপির এক প্রাক্তন নেতা।

ঠিক কী বলেছেন (BJP Criticises)?

বিজেপির প্রাক্তন ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা, এদিন এই প্রসঙ্গে নিজের উক্তি ছুঁড়েছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। দাপিয়ে লিখেছেন যা, জানলে আপনিও হয়ত চমকে যেতে পারেন। হাজরা লিখেছেন, ‘ব্রাজিলের অলিতে-গলিতে ফুটবলার…চীনের অলিতে-গলিতে ইঞ্জিনিয়ার.. আর আমাদের অলিতে-গলিতে বুথ সভাপতি এবং যুব সভাপতি।’

আরও পড়ুন: Free Gas Cylinders for Women: বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন এই মহিলারা, আপনিও পাবেন কিনা চেক করুন

হাজরার উক্তি পড়ে, শোরগোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখেছেন, ‘কাগজে কলমে কমিটি,,,,, ইলেকশনের ফান্ড লুটার পুরোটাই,,, রাজনীতি,,,, সবই জানে জেলা মদত দেন মন্ডল ফুটকে নেতারা।’ অন্যজনের দাবি, ‘সব ধান্দাবাজ। খালি টাকা খাবার ধান্দা। খোঁজ নিলে দেখা যাবে এদের ৯৯% নিজের বুথটাও জিততে পারে না। এরা সংগঠনের কিছুই বোঝেনা। এরা দলটাকে তুলে দেবে। এরা সদস্য করা এবং তার রিনিউ করাকে রাজনীতি বোঝে। অথচ এত নথিভুক্ত সদস্য থাকা সত্বেও তার ভোটের বাক্সে প্রতিফলন ঘটে না কেন?’

পোস্ট পড়ার জন্য ক্লিক করুন

আরও একজন বললেন, ‘দাদা একটা জিনিস লক্ষ্য করবেন ব্রাজিলের ফুটবলারা চীনের ইঞ্জিনিয়াররা যা ইনকাম করে আমাদের রাজ্যের বুথ সভাপতিরা তার থেকেও বেশি ইনকাম করে।’

প্রসঙ্গত, এই অনুপম হাজরা সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনেও আওয়াজ তুলেছিলেন। ফেসবুকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, ‘ভারতীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও যথেষ্ট ভারত-বিরোধী মনোভাবাপন্ন হওয়ায় অবশ্যই চাইবো ‘সুন্দরী কমলা’ হারুক এবং ‘Super Cool’ ট্রাম্প আঙ্কেল জিতুক।’ যদিও তাই-ই হয়েছে (BJP Criticises)।