BJP: রাষ্ট্রপতিকে চরম অপমান করলেন রাহুল গান্ধী! অভিযোগ এনে নিজেদের বাঁচাতে চাইছে বিজেপি?

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: শীতকালীন সংসদ অধিবেশনের দৌলতে বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রতিবারের মতো এবারেও কেন্দ্রীয় সরকারের(BJP) নানান গাফিলতি সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি। একই সাথে আদানি ইস্যু নিয়েও সোচ্চার হয়েছেন রাজীব পুত্র। এহেন আবহে রাহুলকে আটকাতে নানান ফন্দি আঁটছে বিজেপি(BJP) নেতৃত্ব। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ আনা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, সংবিধান দিবসের দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক ফোঁটাও সম্মান জানাননি রাহুল।

নিজেদের ত্রুটি ঢাকতে যেকোনও প্রকারে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ এনে তাকে নিষ্ক্রিয় করে রাখতে চাইছে বিজেপি। এমনটাই মনে করছেন কংগ্রেসের সুবুদ্ধি সম্পন্ন নেতারা। রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতি মুর্মুকে অসম্মান করার অভিযোগ এনে বিজেপির তরফে X হ্যান্ডেলে দুটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাহুল গান্ধী অত্যন্ত অহংকারী। আর সেই কারণেই তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানাননি। রাষ্ট্রপতি শুধুমাত্র আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন বলেই তাকে সম্মান জানাননি রাহুল। তাছাড়াও রাষ্ট্রপতি যেহেতু একজন মহিলা, যেখানে রাহুল গান্ধী পারিবারিক দলের নেতা। এই ধরনের নিচু মানসিকতা রয়েছে তার?’

যদিও বিজেপির অভিযোগকে একেবারেই গায়ে মাখেননি কংগ্রেস সাংসদ। বিজেপির তরফে পোস্ট করা ভিডিওর একটিতে দেখা যাচ্ছে, সংবিধান দিবসের অনুষ্ঠানে মঞ্চে উঠে নিজের আসনে বসে পড়েন রাহুল গান্ধী। তখনও দেশের রাষ্ট্রপতি চেয়ারে বসেননি। এদিকে রাহুল গান্ধীকে ওই আসন থেকে উঠে দাঁড়াতে বলছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সদস্য মল্লিকার্জুন খাড়গে। দৃশ্যটি সমাজ মাধ্যমে এনে রাহুলকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব।

যদিও রাহুলের কর্মকাণ্ড কতটা অপমানজনক তা নিয়ে বিতর্ক রয়েছে। গেরুয়া শিবিরের আরেকটি ভিডিওতে দেখা যায়, এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতির জগদীপ ধনখড় এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেখানে উপস্থিত নেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যা রাষ্ট্রপতির প্রতি অসম্মানকে নির্দেশ করে বলে দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন: দলের বিরুদ্ধে তথ্য ফাঁস! বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল