LGBTQ সম্প্রদায়ের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এবার থেকে সমকামী যুগল যৌথ ব্যাঙ্ক একাউন্ট খুলতে পারবেন, এছাড়া কোন ব্যক্তি চাইলে তার সমকামী সঙ্গীকে একাউন্টের নমিনিও করতে পারবেন। সম্প্রতি একটি নির্দেশিকায় জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক(Reserve Bank of India)।
প্রসঙ্গত, সমকামীদের অধিকার রক্ষার প্রসঙ্গে ২০২৩ সালে একটি মামলা দায়ের হয় দেশের শীর্ষ আদালতে। সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, সমকামীদের অধিকার রক্ষার জন্য দেশে বৈষম্যবিরোধী আইন প্রণয়ন প্রয়োজন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর কেন্দ্রের তরফে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সমকামীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের জন্য বেশকিছু সুপারিশ করেছিল। এরমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হল সমকামী যুগলের যৌথ ব্যাঙ্ক একাউন্ট খুলতে সমস্যা নেই।
আরও পড়ুনঃ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে এরা কারা? ক্ষোভ সিপিএমের অন্দরেই
প্রসঙ্গত, এর আগে সমলিঙ্গের বিবাহ নিয়েও দেশের শীর্ষ আদালতে একাধিক পিটিশন দাখিল করা হয়। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয় সমকামীদের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না। যদিও কেন্দ্র সরকারের তরফে সমলিঙ্গের বিবাহের বিরুদ্ধে একাধিকবার মতামত পোষণ করা হয়েছে। তারমধ্যে সমকামীদের মধ্যে রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ নিঃসন্দেহে সাধুবাদযোগ্য।