Best Schools: দেশের সেরা ১০টি স্কুল! দেখুন প্রকাশিত তালিকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

দেশের সেরা ১০টি স্কুল (Best Schools) কোনগুলি জানেন নাকি? সম্প্রতি এই সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা আইআইআরএফ (IIRF)। জেনে নিন সেরা স্কুলগুলির (Best Schools) তালিকায় রয়েছে কোন কোন স্কুল।

সমস্ত অভিভাবক তাঁদের সন্তানসন্ততিদের সর্বদা সেরা স্কুলে ভর্তি করতে চান। সেরা সেগুলিই যেগুলি শিক্ষার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীদের প্রতিভার লালনপালন এবং চরিত্র বিকাশকে বাস্তবায়িত করে। সম্প্রতি দেশের এমনই সেরা ১০টি স্কুলের তালিকা প্রকাশ্যে এনেছে আইআইআরএফ। যদিও পশ্চিমবঙ্গ বা কোলকাতা কোনও স্কুলই এই তালিকায় স্থান পায়নি।

দেখুন তালিকা-
১. আইআইআরএফ-এর তালিকায় প্রথম স্থানে রয়েছে কর্ণাটকের দিল্লি পাবলিক স্কুল।
২. দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের বোম্বে স্কটিশ স্কুল।
৩. তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনান স্কুল।
৪. চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের সেন্ট মেরি স্কুল।
৫. পঞ্চম স্থানে রয়েছে রাজস্থানের সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল।
৬. ষষ্ঠ স্থানে রয়েছে নিউ দিল্লির সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল।
৭. সপ্তম স্থানে রয়েছে কর্ণাটকের লিটল রক ইন্ডিয়ান স্কুল। 
৮. অষ্টম স্থানে রয়েছে মুম্বইয়ের আরএন পোদ্দার স্কুল।
৯. নবম স্থানে রয়েছে দিল্লির ময়ূর বিহারের সালওয়ান পাবলিক স্কুল।
১০. দশম স্থানে রয়েছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।