Bengaluru Murder: তরুণীর লাশ ৩০ টুকরো করে ফ্রিজে, হাড়হিম খুন বেঙ্গালুরুতে

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Murder Horror: কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রথমে একটি মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়। তারপর তার দেহটি ৩০ টুকরো করা হয়। খুনি সব টুকরো ফ্রিজে রেখে ঘর তালা দিয়ে পালিয়ে যান। ১০ থেকে ১৫ দিন আগে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতে ঢুকে ভারতের বিরুদ্ধে কথা! ভিসা বাতিল করে পর্যটককে বাংলাদেশ পাঠাল বিদেশ মন্ত্রক

দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামে এক তরুণীকে খুন করেছিলেন একই রকম আরও এক প্রেমিক, আজ থেকে দুই বছর আগে। লাশটি ৩৬টি টুকরো করে বনে ফেলে দেন তিনি। এবার মল্লেশ্বরমের ভয়ালিকাভাল থানা এলাকায় একই ধরনের ঘটনা সামনে এসেছে। খুন হওয়া মেয়েটির বয়স 25-26 বছর বলে জানা গিয়েছে।

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভয়ালিকাবল ও শেশাদ্রিপুরম পুলিশ। বিনায়ক নগর এলাকার একটি তিনতলা বাড়ির প্রথম তলায় ঘটনাটি ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, মেয়েটির নাম মহালক্ষ্মী। তাঁর একটি 4 বছরের ছেলেও রয়েছে। ছেলেটি তাঁর স্বামীর সঙ্গে নেলামঙ্গলায় থাকেন। কিন্তু এই মেয়েটি ভাইয়ালিকাবলে একাই থাকতেন।

আরও পড়ুনঃ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল, অধীরের জায়গায় এলেন কে?

স্থানীয় লোকজন জানান, দুই দিন ধরে এ বাড়ি থেকে দুর্গন্ধ আসছে। এরপর প্রতিবেশীরা মেয়েটির মা ও ভাইকে ফোন করে বাড়ি থেকে দুর্গন্ধ আসার কথা জানান। খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। ঘরের তালা ভাঙা হয়। পুলিশ জানায়, লাশের টুকরোগুলো সম্পূর্ণ বিকৃত ছিল। ডিসিপি শেখর এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ জানিয়েছেন, মহিলার দেহ ৩০টি টুকরো করা হয়েছে। হত্যাকারী যে স্থানে লাশের টুকরোগুলো রেখেছিল সেটি হল একটি 165 লিটারের সিঙ্গল ডোর ফ্রিজ।

মেয়েটি অন্য রাজ্যের। মেয়েটি তাঁর স্বামীর থেকে আলাদা থাকতেন। তিনি মাত্র 3 মাস আগে এই বাড়িতে ভাড়া নিয়ে থাকতে এসেছিলেন। একটা ছেলের সঙ্গে ওই মেয়েটিকে প্রায়ই দেখা যেত। সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সবটা খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে পুলিশ।বর্তমানে মামলার তদন্ত চলছে।

#Breaking
A young woman was allegedly murdered, chopped into pieces and her body was kept in a fridge at Vyalikaval near Veeranna Bhavan in Malleswaram, Bengaluru.
Incident sounds similar to Shraddha Walker murder case. @BlrCityPolice pic.twitter.com/aZW0zTlKJj— Elezabeth Kurian (@ElezabethKurian) September 21, 2024