6th Pay Commission DA Hike: অবশেষে 7 শতাংশ DA বাড়ল রাজ্যের সরকারি কর্মীদের! ডিসেম্বরেই ঢুকবে মোট টাকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: দীর্ঘ অপেক্ষার অবসান! রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা(DA) 7 শতাংশ বৃদ্ধি করল সরকার। ডিসেম্বরে পা রাখার আগেই বহু প্রতীক্ষিত সুখবর পেলেন রাজ্য সরকারের বেতনভুক্ত কর্মচারীরা।

দুঃখের বিষয় মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির খবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য নয়। বহু অপেক্ষার পর ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের 7 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। সে রাজ্যের বেতনভুক্ত কর্মচারীরা এতদিন 239 শতাংশ হাড়ে মহার্ঘ ভাতা পেয়ে এসেছেন। এবার থেকে সেই সংখ্যাটা বেড়ে 246 শতাংশে দাঁড়াবে। অর্থাৎ সরকারের ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত সকল সরকারি কর্মীরা, নতুন নিয়ম অনুযায়ী 246 শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন।

হরিয়ানা সরকারের তরফে জানানো হয়, গত জুলাই থেকে বর্ধিত ডিএ চলতি মাস অর্থাৎ নভেম্বরের বেতনের সাথে যুক্ত হয়ে ডিসেম্বরের শুরুতেই (246 শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ-র অর্থ) হাতে পাবেন কর্মীরা। সরকারের তরফে আরও জানানো হয়, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের ডিএ বাকি আছে। তবে সেই অর্থ ডিসেম্বরের বেতনের সঙ্গে এখনই অ্যাকাউন্টে ঢুকছে না। 2025 সালের জানুয়ারি নাগাদ তারা তাদের সেই প্রাপ্য মহার্ঘ ভাতা এরিয়ারের টাকা পাবেন।

উল্লেখ্য, যে সকল রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছেন তারা 53 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। হরিয়ানা সপ্তম বেতন কমিশনের আওতায় থাকলেও রাজ্যের যে সকল সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত শুধু তাদের জন্যই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন: ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাস গড়লেন স্পেনের 17 বছর বয়সী তরুণ, চেনেন তাকে?