Jammu & Kashmir: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর! সন্ত্রাসবাদীদের সাথে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত 1 ভারতীয় জাওয়ান

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর(Jammu & Kashmir)। নতুন সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ওমর আব্দুল্লাহ। তবে তার শাসনকাল শুরু হতে না হতেই একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে জম্মু ও কাশ্মীরে। সদ্য পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর সাথে স্বাধীনতা।প্রত্যাশীদের(সন্ত্রাসবাদী) সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনার। সেই সাথে আরও 3 সেনা জাওয়ন আহত হয়েছেন।

প্রাপ্ত তথ্য মারফত খবর, জম্মু ও কাশ্মীর উপত্যকার কিশতওয়ার শহরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। ভারতীয় সেনাবাহিনীর তরফে X মাধ্যমে পোস্ট করে জানানো হয়, কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ভারতীয় সেনাদল। আর সেখানেই সন্ত্রাসবাদীদের সাথে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে জুনিয়র কমিশনড অফিসার নায়েব সুবেদার রাকেশ কুমারের।

সূত্র মারফত খবর, সন্ত্রাসবাদীরা দুই গ্রামের প্রতিরক্ষা গার্ডদের (ভিডিজি) অপহরণ করে হত্যা করার পরই কেশওয়ান ও কুন্তওয়ারার জঙ্গলে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এর আগে আখনুরে নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী। পরবর্তীতে জোরালো অভিযান চালিয়ে অভিযুক্ত 3 জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে ভারতীয় সেনা। এরপর থেকেই জম্মু ও কাশ্মীর জুড়ে বেড়েছে সন্ত্রাসবাদীদের দাপাদাপি। তবে উপত্যকার বিভিন্ন অঞ্চলে চলমান সংঘর্ষের পিছনে পাকিস্তানের বেশ কিছু স্থানীয় বাসিন্দা ও সীমান্তবর্তী স্বাধীনতা প্রত্যাশীদের দায়ী করেছেন সেনাবাহিনী কর্মকর্তারা।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের বাংলাদেশী মহিলারা বিয়ে করলেও অধিকার পাবেনা সন্তানরা! হুঁশিয়ারি জেপি নাড্ডার