Murder: স্বামীর হাতে খুন ভারতীয় তরুণী, দেহ উদ্ধার লন্ডনে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: লন্ডনের ব্রিসবেন রোডে পার্ক করা একটি গাড়ির ভিতর থেকে গত 14 নভেম্বর এক ভারতীয়(Indian) তরুণীর মৃতদেহ উদ্ধার করে লন্ডন পুলিশ। জানা যায়, ওই তরুণীর নাম হর্ষিতা ব্রেলা। দিল্লির বাসিন্দা হর্ষিতা 2023 সালের আগস্টে পঙ্কজ লাম্বা নামক এক যুবককে বিয়ে করে লন্ডনে চলে আসেন। বিয়ের পর স্বামীর সাথে সুখের সংসার বেঁধেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। ভারতীয়(Indian) তরুনীকে খুনের(Murder) ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তার স্বামী পঙ্কজের দিকেই।

আরও পড়ুন: 152 বলে 419 রান, শচীনের রেকর্ড ভাঙলেন 15 বছর বয়সী আয়ুশ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লিতে জন্ম নেওয়া হর্ষিতা বিয়ে করে লন্ডন চলে আসার কিছুদিনের মধ্যেই নর্থ হ্যাম্পশায়ারের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরবর্তীতে পুলিশ আধিকারিকদের চেষ্টায় উদ্ধার হয় হর্ষিতা নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, তরুণীর মৃতদেহের ময়না তদন্ত থেকে জানা যায় তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ভারতীয় তরুণীর খুনের পিছনে আসলে কারা জড়িত তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।

হর্ষিতা হত্যা মামলার তদন্তকারী চিফ ইন্সপেক্টর পল ক্যাশ বলেন, ‘ভারতীয় তরুণীর খুনের তদন্ত করতে 60 জন গোয়েন্দাকে কাজে লাগানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যেক বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। একই সাথে যেই গাড়ি থেকে হর্ষিতার মৃতদেহ পাওয়া গিয়েছে সেটির নাম্বার প্লেট যাচাই করে গাড়ির মালিককে খুঁজে বের করা হবে।’

পুলিশ আধিকারিকদের ধারণা, হর্ষিতার খুনি আর কেউ নন বরং তার স্বামী পঙ্কজ। তিনিই তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর গাড়িতে ছেড়ে দিয়ে গেছেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন পঙ্কজ। নর্থ হ্যাম্পশায়ারের পুলিশ জানিয়েছে, নভেম্বরের শুরুর দিকেই হর্ষিতাকে হত্যা করেছে তার স্বামী পঙ্কজ। এরপরই গা ঢাকা দিয়েছে সে।

উল্লেখ্য, ভিন দেশে খুন করে মেয়েকে হত্যা করার ঘটনায় ভেঙে পড়েছেন হর্ষিতার মা, বাবা সহ গোটা পরিবার। দিল্লিতে বসে মেয়েকে শেষবারের মতো চোখের দেখা দেখতে মরিয়া হয়ে উঠেছেন মা সুদেশ কুমারী। মেয়ের খুনের বিচার চেয়ে সুদেশ দেবী বলেন, ‘আমার মেয়েকে যারা খুন করেছে তাদের যথাযথ শাস্তি চাই।’ অন্যদিকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হর্ষিতার বাবা সতবীর বাবু জানান, ‘মাঝেমধ্যেই জামাই পঙ্কজ হর্ষিতার বিরুদ্ধে নানান অভিযোগ জানাত। খাবার দেওয়া নিয়েও মেয়েকে অনেক কথা শুনতে হয়েছে। মায়ের সাথে ফোনে কথা বলা নিয়েও আপত্তি ছিল পঙ্কজের। আমি চাই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’