Air India: মুসলিম যাত্রীদের জন্য নয়া নিয়ম এয়ার ইন্ডিয়ার! থাকছে না হালাল খবরের ব্যবস্থা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ইসলামধর্মালম্বী যাত্রীদের জন্য বড়সড় আপডেট নিয়ে এসেছে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া(Air India) সংস্থা। জানা গিয়েছে, আগে থেকে বুকিং না করলে ফ্লাইটে মুসলিম যাত্রীদের হালাল খাবারের(Halal food) বন্দোবস্ত থাকবে না। নিজেদের পছন্দসই খাবার খেতে হলে ফ্লাইটের টিকিট বুকিংয়ের সময়েই খাবারের প্রি বুকিং করতে হবে যাত্রীদের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগের নিয়মে, এয়ার ইন্ডিয়ায় হিন্দু মিল ও মুসলিম মিল নামে খাবারের দুটি বিভাগ আলাদা করে রাখা হতো। তবে এই পদ্ধতির কারণে যথেষ্ট সমালোচিত হতে হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে। কারণ সেই সময়ে মুসলিমদের খাবারের পাশাপাশি হিন্দু মিলেও গরু ও শূকরের মাংসের ব্যবস্থা থাকত। তবে এবার থেকে সাম্প্রদায়িক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে এমন খাবার দেবে না এয়ার ইন্ডিয়া।

যদিও যাত্রীরা চাইলে তাদের পছন্দের খাবার বিশেষত হালাল খাবার প্রি-বুক করতে পারেন। সেক্ষেত্রে খাবারের বক্সে এমওএমএল স্টিকারের পাশাপাশি হালাল সার্টিফিকেটও দেওয়া হবে এয়ার ইন্ডিয়া তরফে। মূলত প্রত্যেক যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই বিভিন্ন ধরনের হালাল খাবারের ব্যবস্থা করে এই নয়া পদক্ষেপ গ্রহণ করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন: প্রথমবারের লটারিতেই রাতারাতি কোটিপতি মহিলা, জিতলেন প্রায় 9 কোটি টাকা